সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রশিদ নগরে ঈদগাঁওয়ের ২ সাংবাদিক ডাকাতের কবলে, সর্বস্ব লুট

প্রকাশিত: ০৪:২৩ পিএম, এপ্রিল ২২, ২০১৪
আনোয়ার হোছাইন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : রামু উপজেলার রশিদ নগরে ঈদগাঁওয়ের ২ সাংবাদিককে মারধর করে ডাকাতদল সর্বস্ব লুট করে  নিয়ে গেছে। ২২ এপ্রিল বিকাল ৩টায় ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা যায়, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নোমানসহ ৪ জন বর্ণিত এলাকার এক বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে উৎপেতে থাকা ১০/১৫ জনের সশস্ত্র ডাকাতদল মোটর সাইকেল গতিরোধ করে তাদের মারধর করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এর মধ্যে অহিদুর রহমান নামের ১ ডাকাতকে সাংবাদিকরা চিনতে পেরেছে বলে জানিয়েছে। লুট করা মালামালের মধ্যে রয়েছে ৪টি মোবাইল, ১টি ক্যামরা ও সাংবাদিকদের সহপাঠি ২ ব্যবসায়ীর নগদ ৪০ হাজার টাকা। পরে ডাকাতদল সমিতির পাহাড়স্থ তাদের আস্তানার দিকে চলে যায় বলে এলাকার লোকজন জানান। এই ঘটনায় চিহ্নিত ডাকাতদের আসামী করে মামলার প্রক্রিয়া চলছে বলে আহত সাংবাদিক মিজান জানান। উল্লেখ্য, এই চিহ্নিত সশস্ত্র ডাকাতদলের সদস্যরা পার্শ্ববর্তী হামিরপাড়া সংলগ্ন মহাসড়কের টার্নিংয়ে রশিদ নগরের ব্যবসায়ী নুরুল আলমের ১৫ লক্ষ টাকা লুটের ঘটনায়  জড়িত থাকতে পারে বলে এলাকার লোকজন জানান। এদিকে সংঘটিত ঘটনার ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত ইনচার্জ আপ্পেলা রাজু নাহার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে রিপোর্ট লিখা পর্যন্ত ডাকাতির সম্পর্কে অবগত নয় বলে জানান। এদিকে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা দিন দুপুরে সংঘটিত এ ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1