সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ম্যানইউ ম্যানেজার ডেভিড ময়েস বরখাস্ত

প্রকাশিত: ১২:১৫ পিএম, এপ্রিল ২২, ২০১৪
একুশে সংবাদ ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার  ডেভিড ময়েসকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। স্যার অ্যালেক্স ফার্গুসনের পর ইংল্যান্ডের এই জনপ্রিয় ফুটবল দলের দায়িত্ব নেয়ার মাত্র ১০ মাসের মাথায় চাকরিচুত্ত হলেন তিনি। আজ মঙ্গলবার সকালে ক্লাব কর্তৃপক্ষ প্রথমে টুইটারে এবং তার কিছু পর ক্লাব ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে জানায়, 'ডেভিড ময়েস ম্যানচেস্টার ইউনাইটেড ত্যাগ করেছেন'। 'বরখাস্ত' শব্দটি এতে ব্যবহৃত হয় নি। তবে অন্যান্য সংবাদ মাধ্যম জানায় যে তাকে সরিয়ে দেয়া হয়েছে। তবে মি: ময়েস সততার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করেছে ক্লাবটি। ২৬ বছর ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকার পর গত গ্রীষ্মে অবসরে যান ফার্গুসন, এরপর ম্যান ইউয়ের ম্যানেজারের দায়িত্ব নেন ৫০ বছর বয়সী ডেভিড ময়েস। এর আগে তিনি প্রিমিয়ার লিগের এভারটন ক্লাবের ম্যানেজার ছিলেন। ফারগুসনের পছন্দেই ছয় বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছিলেন তিনি। কিন্তু দায়িত্ব নেয়ার পর দলটিকে তেমন কোন সাফল্যই এনে দিতে পারেননি ডেভিড ময়েস। এবার প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে প্রথম সারির দলগুলোর বিরুদ্ধে অধিকাংশ ম্যাচেই হেরেছে তারা। এখন পয়েন্ট তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান প্রথম চারটি দলের নিচে। ফলে আগামি বছরের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পাবে না তারা - এটা এখন নিশ্চিত হয়ে গেছে। গত ১৯ বছরের মধ্যে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যাবে না। তার ওপর তারা এবার প্রিমিয়ার লিগে ১১ টি খেলায় হেরেছে - যার মধ্যে ছ'টি হেরেছে নিজের মাঠে। প্রিমিয়ার লিগের প্রথম আটটি দলের বিরুদ্ধে খেলাগুলোতে মাত্র একটিতে জয় পেয়েছে - বাকি সবগুলোতে হয় হেরেছে, নয় ড্র করেছে। তাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বী দল ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং এভারটনের সাথে সবগুলো খেলাতেই হেরেছে ময়েসের ম্যানচেস্টার ইউনাইটেড। এ মওসুমে আরো হেরেছে নিউক্যাসল, টটেনহ্যাম, ওয়েস্ট ব্রম, সোয়ানসি এবং সান্ডারল্যান্ডের মতো দলের কাছে। এতে শুধু ফুটবল ক্লাব হিসেবে ম্যান ইউর বিশ্বজোড়া অবস্থান এবং সুনামই নয়, তাদের যে বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য - তাতেও বিপর্যয়ের আশংকা তৈরি হয়েছে। এর ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা অনেকদিন ধরেই নানা ভাবে ডেভিড ময়েসকে সরিয়ে দেবার দাবি জানাচ্ছিলেন। সবশেষ এভারটনের সাথে ওল্ড ট্রাফোর্ডে নিজের মাঠে পরাজয়ের পর পতকালই ব্রিটিশ পত্রপত্রিকায় খবর বেরোয় যে ক্লাবের মালিক গ্লেজার পরিবারও ময়েসকে সরিয়ে দেবার ব্যাপার সিদ্ধান্ত নিয়েছে। তার পর ১২ ঘন্টা না পেরোতেই তার বিদায়ের খবর এলো। এখন গুঞ্জন চলছে ডেভিড ময়েসের জায়গায় কে আসবেন তা নিয়ে। তার জায়গায় ক্লাবের প্রবীণ তারকা রায়ান গিগস অন্তর্র্বতী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে ভবিষ্যত ম্যানেজার হিসেবে বর্তমান ডাচ জাতীয় দলের ম্যানেজার লুই ভ্যান হাও, বরুসিয়া ডর্টমুন্ডের ইউয়রগেন ক্লপ সহ কয়েক জনের নাম শোনা যাচ্ছে। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1