সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আরও ৫ হাজার ট্যাক্সিক্যাব নামানো হবে : যোগাযোগমন্ত্রী

প্রকাশিত: ১১:৩৪ এএম, এপ্রিল ২২, ২০১৪
একুশে সংবাদ : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পর্যায়ক্রমে আমাদের চাহিদানুযায়ী আরো চার থেকে পাঁচ হাজার ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হবে। আজ মঙ্গবার বিকেলে রাজধানীর  সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের ট্যাক্সিক্যাব সার্ভিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই আজ সকালে ট্যাক্সিক্যাবের উদ্বোধন করেছেন। সে সময় তিনি প্রথম দুই কিলোমিটার ভাড়া ১শ টাকা থেকে ৮৫ টাকা নির্ধারণ করে দিয়েছেন। এখন সে অনুযায়ী কাগজপত্র নির্ধারণ করা হবে।’ মন্ত্রী আরও বলেন, ‘মোট ৬শ ৫০টি ট্যাক্সিক্যাবের মধ্যে প্রথম পর্যায়ে ৪৬টি ট্যাক্সিক্যাব রাস্তায় নামানো হচ্ছে। এর মধ্যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ২৭টি এবং তমা কনস্ট্রাকশনের ১৯টি। বাকী গাড়িগুলো জুনের মধ্যেই রাস্তায় নামানো হবে। তবে চট্টগ্রামে সেনাবাহিনীর ১৫০টি গাড়ি জুলাইয়ে নামানো হবে।’ তিনি বলেন, ‘আমরা যা করি তা জনস্বার্থেই করি। তাই জনস্বার্থের কথা চিন্তা করে আপনারাও এর গতিবিধি লক্ষ্য রাখবেন। এর মাধ্যমে সেনাবাহিনী ও তমার মধ্যে একটি প্রতিযোগিতামূলক সার্ভিস চলবে।’ তিনি আরও বলেন, ‘আমি কাজ করি আমার কমিটমেন্ট থেকে। ধান্দাবাজির জন্য নয়। ধান্দাবাজি করে পয়সা কামানোর আগে যেন আমার মৃত্যু হয়।’ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএর) চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রেজাউল আলম প্রমুখ।’ একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০২-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1