সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আত্মর্নিভরশীল হওয়ার পথে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৮ এএম, এপ্রিল ২২, ২০১৪
একুশে সংবাদ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরর্নিভরশীল নয় বাংলাদেশ আত্মর্নিভরশীল হওয়ার পথে পা বাড়াচ্ছে। পুরো আত্মনির্ভরশীল হওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে নতুন ট্যাক্সিক্যাব সার্ভিসের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। এসময় নতুন ট্যাক্সিক্যাবের প্রথম দুই কিলোমিটারের ভাড়া ১৫ কমিয়ে ৮৫ টাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভাড়ার ব্যাপারে অবশ্য পত্র পত্রিকায় লেখালেখি, অনেক কথা শোনা যাচ্ছে। আলাপ আলোচনার মাধ্যমে ভাড়া কিছুটা কমানো যায়। ১০০ টাকা প্রথম দুই মাস সমান ধরা হয়েছে, ওটা কে যদি ৮৫ টাকা নেয়া হয় তাহলে বোধ হয় খুব বেশি ক্ষতি হবে না। কারণ একটু দাম করেছে তবে কতো টাকা কমেছে সেটি বড় কথা না, দাম কমেছে এটা শুনলেই কিন্তু মানুষ ট্যাক্সি ব্যবহার শুরু করবে।’ রাজধানীর বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র তুলে ধরে এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুফল ঘরে পৌঁছে দিতে সরকার কাজ করছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতার জন্য সেনাবাহিনীরও প্রশংসা করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘সেনাবাহিনী যে সকল প্রকল্প তাদের ওপর অর্পন করা হয়েছে, তা অত্যন্ত সফলতার সঙ্গে সেগুলো সম্পন্ন করেছে। আমি লক্ষ্য করেছি, যে সমস্ত দায়িত্ব দেয়া হয়েছে তা সুষ্ঠভাবে পালন করেছে তারা। অনেক ক্ষেত্রে এখন আর পরনির্ভরশীল নয় আমরা আত্মনির্ভরশীল হওয়ার পথে পা বাড়িয়েছি। এক্ষেত্রে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’ এ সার্ভিসের আওতায় মোট ৬০০ ট্যাক্সিক্যাব আনা হবে বলেও জানান তিনি। রাজধানীর রাস্তায় নামছে নতুন ট্যাক্সিক্যাব। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে প্রথম ধাপে টয়োটা কোম্পানির অকটেন চালিত ৪৬টি ট্যাক্সিক্যাব নিয়ে যাত্রা শুরু হলো এ সার্ভিসের। বিমানবন্দর, হোটেল ও রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গাড়িগুলো সচরাচর পাওয়া যাবে। প্রাথমিকপর্যায়ে চলাচল করবে রাজধানীতে। পর্যায়ক্রমে চালু হবে চট্টগ্রামেও। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে ৩ জন ড্রাইভারের হাতে ট্যাক্সিক্যাবের চাবি তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করেন শেখ হাসিনা। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২২-০৪-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1