সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএনপির লংমার্চ শুরু হবে বিমানবন্দর থেকে

প্রকাশিত: ১২:১৯ পিএম, এপ্রিল ২১, ২০১৪
একুশে সংবাদ : বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচির যাত্রার স্থান পরিবর্তন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে দলের  কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে যাত্রা শুরু করবে লংমার্চটি। আগামী কাল মঙ্গলবার সকাল ৮টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিস্তা অভিমুখে এ লংমার্চ যাত্রা শুরু হবে। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান দলের যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তিনি জানান, রাজধানীতে তীব্র যানযট ও ঢাকার বাইরের সমাবেশস্থলে সময়মতো পৌঁছার কথা বিবেচনা করেই লংমার্চ যাত্রার স্থান পরিবর্তন করা হয়েছে। সকাল ৮টায় এয়ারপোর্ট গোলচত্বর থেকে লংমার্চ যাত্রা শুরু হবে। যাত্রা পথে বিভিন্নস্থানে পথসভা করবেন তারা। রিজভী জানান, এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে সকাল সাড়ে নয়টায় গাজীপুরের কালিয়াকৈরে, সাড়ে ১১টায় টাঙ্গাইলে, সাড়ে ১২টায় সিরাজগঞ্জের কড্ডায়, এরপর দুপুর আড়াইটায় বগুড়ার মাটিরআলি মোড়, সাড়ে ৩টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে এবং বিকাল সাড়ে ৪টায় পলাশবাড়ীতে পথসভা করে রংপুরে পৌঁছবে বিএনপি’র এ লংমার্চ। পরদিন ২৩ এপ্রিল সকাল নয়টায় পথসভার মাধ্যমে রংপুর থেকে তিস্তা ব্যারেজ অভিমুখে রওনা করবেন তারা।  এরপর বেলা ১১টায় তিস্তা ব্যারেজ এলাকার ডালিয়া পয়েন্টে মূল সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। রুহুল কবির রিজভী বলেন, আমাদের এ কর্মসূচি শুধুমাত্র কোন রাজনৈতিক বা দলীয় কর্মসূচি নয়। এটি একটি জাতীয় ইস্যু। দেশের বৃহত্তর স্বার্থে আপামর জনসাধারনের কর্মসূচি। এই কর্মসূচিতে সরকার ও প্রশাসন কোন প্রকার বাধা সৃষ্টি না করে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানাবে ও অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ভারত সরকার আন্তর্জাতিক আইন-কানুনের তোয়াক্কা না করে সম্পূর্ন অবৈধভাবে একতরফা ভাবে পানি আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে এখনই আমাদের সোচ্চার হতে হবে। এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানকে কারাগারের প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গ্রেফতার নেতারা তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। সরকার কর্মসূচিকে বাধাগ্রস্ত করতেই তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/২১-০৪-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1