সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জন্ম হয়েছে নতুন চাঁদের

প্রকাশিত: ০৫:১৩ এএম, এপ্রিল ২০, ২০১৪
ccccccccccএকুশে সংবাদ : সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনির বলয়ে এবার নতুন এক বরফপিণ্ডের গড়ে ওঠা দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা, যা নতুন একটি চাঁদের ‘জন্মমুহূর্ত' বলে তাঁরা মনে করছেন৷ সম্প্রতি মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে এ তথ্য৷ নাসার মহাকাশযান ক্যাসিনির পাঠানো সাদা-কালো ছবি বিশ্লেষণ করে তাঁরা দেখতে পেয়েছেন, শনির একেবারে বাইরের বলয়ে ধীরে ধীরে জমাট বাঁধছে খুদে সেই পিণ্ড৷ প্রাথমিকভাবে গবেষকরা এর নাম দিয়েছেন ‘পেগি'৷ তাঁদের ধারণা সত্যি হলে, পেগি হতে যাচ্ছে রহস্যঘেরা শনি গ্রহের ৬৩তম উপগ্রহ বা চাঁদ৷ক্যাসিনি গত মঙ্গলবার যে ছবি পাঠিয়েছে, সে অনুযায়ী, পেগির ব্যাস আধা মাইলের বেশি হবে না৷ সময়ের সাথে সাথে এর আকৃতি বদলাতে পারে, ভেঙে টুকরোও হয়ে যেতে পারে৷ পেগির গড়ে ওঠার এই প্রক্রিয়া থেকেই শনির অন্যান্য চাঁদের উৎপত্তির ইতিহাস বুঝতে চাইছেন গবেষকরা৷ ধারণা পেতে চাইছেন পৃথিবী এবং সৌরজগতের অন্য গ্রহগুলোর সৃষ্টি সম্পর্কেও৷ এ বিষয়ে বিজ্ঞান সাময়িকী ইকারুসে প্রকাশিত নিবন্ধের মূল লেখক ও লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ল মারে বলেন, ‘‘এর আগে এ রকম কিছু আমরা আর দেখিনি৷ আমরা যা দেখছি, তা হয়তো একটি চাঁদের জন্ম, যখন সেটি সবেমাত্র শনির বলয় ছেড়ে নিজের বলয় তৈরি করে নিতে শুরু করেছে৷'' নাসার জেট প্রোপালশন ল্যাবরোটরির গবেষক লিন্ডা স্পিকার জানান, ২০১৬ সাল নাগাদ কাসিনি শনির বলয়ের কাছাকাছি পৌঁছাবে৷ তখন হয়ত আরো ভালোভাবে পেগির ওপর নজর বোলানোর সুযোগ মিলবে৷ গত আট বছর ধরে শনিকে ঘিরে অনুসন্ধান চালিয়ে আসছে ক্যাসিনি৷ এই গ্রহকে ঘিরে ৭৪ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলয়ের কারণে সবসময়ই জ্যোর্তিবিদদের বাড়তি মনোযোগ পেয়েছে শনি৷ একুশে সংবাদ ডটকম/এমপি/২০-০৪-১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1