সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

তাই বলে এতটা অমানবিকতা? প্রগতিশীলতার নামে, মুক্তিযুদ্ধের নামে?

প্রকাশিত: ০৬:৪৪ এএম, এপ্রিল ১৯, ২০১৪
hhhhhhhhhhhhএকুশে সংবাদ : তাই বলে এতটা অমানবিকতা? প্রগতিশীলতার নামে, মুক্তিযুদ্ধের নামে? তারা আবিষ্কার করছে রিজওয়ানা হাসানের বাবা রাজাকার ছিলেন। রিজওয়ানা হাসানের যোগ্যতা-দক্ষতা-সাহসের সঙ্গে না পেরে রাজাকার ইস্যু সামনে আনা হচ্ছে গত কিছুদিন ধরেই। দু’একটি পত্রিকা লিখেছেও অনেকবার। ধানমণ্ডি মাঠ দখল জায়েজ করতে মঞ্জুর কাদের বলছেন, ‘রাজাকারের মেয়ে।’ তার স্বামী অপহরণকে জায়েজ করতে একদল মাঠে নেমেছে রাজাকার তত্ত্ব নিয়ে। রিজওয়ানা হাসানের পিতা যদি রাজাকার হয়েও থাকেন, তার বিচার করেন। আইন করে প্রয়োজনে মরণত্তোর বিচার করেন। এই দোহাই দিয়ে তার স্বামী অপহরণকে সমর্থন করার মতো ভয়ানক অমানবিক আচরণ করতে দেখছি কিছু মানুষকে। বলছেন, ‘পাপ বাপকেও ছাড়ে না।’ অর্থাৎ রিজওয়ানা হাসানের বাবা রাজাকার ছিলেন, সেই পাপের শাস্তিস্বরূপ তার স্বামীকে অপহরণ করা হয়েছে। কোনো মানুষের পক্ষে এমন যুক্তি এই সময়ে দাঁড় করানো সম্ভব- ভেবে পাচ্ছি না। তারা ভুলে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহের, খালেদ মোশারফ, জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আপনারা নিশ্চয় মনে করবেন না যে, এসব হত্যাকাণ্ড তাদের পাপের শাস্তি। কিঞ্চিত সুস্থ মস্তিস্কের কোনো মানুষও এভাবে ভাবতে পারে না। এখন এসব কি বলছেন আপনারা? কোনো মানুষ বলতে পারে এসব কথা? সরকারের কর্তাব্যক্তিরা বলেন ইলিয়াস আলী, চৌধুরী আলম সন্ত্রাসী ছিল। একই কথার প্রতিধ্বনি শুনছি কিছু তথাকথিত প্রগতিশীলদের থেকে। সন্ত্রাসীর জন্যে তো আইন আছে, বিচার আছে। অপহরণ-গুম কোন আইনে আছে? কি করে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এসব বলতে পারে? মানুষের জ্ঞান-কাণ্ড-বোধ-বুদ্ধি গেল কোথায়? এই কি প্রগতিশীলতার নমুনা? অপহৃত মানুষটি কোথায়, কি ঘটেছে তার ভাগ্যে, স্বামী অপহৃত ম্যাগসাইসাই বিজয়ী গুণী মানুষটির পাশে না দাঁড়িয়ে -কি করছেন, কি বলছেন আপনারা? একুশে সংবাদ ডটকম/এমপি/১৯-০৪-১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1