সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লংমার্চে বাধা দিলে জনগণ প্রতিরোধ করবে

প্রকাশিত: ১১:৩৫ এএম, এপ্রিল ১৮, ২০১৪
একুশে সংবাদ : ২২ এপ্রিল তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির লংমার্চ কর্মসূচিতে সরকার বাধা দিলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। রিজভী বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি হবে শান্তিপূর্ণ। বিএনপি সব নিরাপত্তার ব্যবস্থা নিয়েই এ কর্মসূচি ঘোষণা করেছে। সুতরাং লংমার্চে কোনো নৈরাজ্য ও সহিংসতার আশঙ্কা নেই।’ যারা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করেছে তারাই পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অপহরণ করেছিল বলে দাবি করেন রিজভী। ভারতের পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের নদী ধ্বংসের ভয়াবহ পরিকল্পনা প্রতিহত করতে ২২ এপ্রিল বিএনপির লংমার্চ সফল করার জন্য দেশের সব স্তরের জনসাধারণকে আহ্বান জানিয়েছেন রিজভী। রিজভী বলেন, ‘দেশ আজ  ‘লেন্দুপ দর্জীর’ কবলে। দেশের প্রকৃত স্বাধীনতা আছে কি না সেটি এখন সবার জিজ্ঞাসা। সরকার প্রধান কি প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী সবার মুখে মুখে আজ এ একটি মাত্র জিজ্ঞাসা।’ ২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যৌথ ঘোষণাপত্র সইয়ের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘হত্যা, গুম, ঘাতক ও চক্রান্তকারীদের পথে পথে অদম্য শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। জনগণের বিরুদ্ধে যে আক্রমণ চলছে তা আমাদের রক্ত ঝরিয়ে প্রতিহত করতে হবে। জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যেতে হবে।’ একুশে সংবাদ ডটকম/আর/১৮/০৪/১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1