সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সরিষাবাড়ী আলহাজ জুট মিলে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ, পুলিশের গুলি সড়ক অবরোধ, ট্রেনে হামলা, রেললাইনে অগ্নিসংযোগ ॥ ৬ পুলিশসহ আহত ৩০

প্রকাশিত: ০৫:৫৮ পিএম, এপ্রিল ১৭, ২০১৪
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী আলহাজ জুট মিলের শ্রমিকরা বেতনের দাবিতে বৃহস্পতিবার দফায় দফায় বিক্ষোভ করেছে। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সাপ্তাহিক বেতন বন্ধ করে মাসিকভাবে বেতন প্রদানের সিদ্ধান্ত নিলে বিকেলে এ বিক্ষোভের সুত্রপাত হয়। সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠিচার্জ করলে পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। এ সময় শ্রমিকরা তারাকান্দি থেকে ঢাকাগামি আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ ও রেল লাইনে অগ্নিসংযোগ করে। পরে তারা মুক্তিযোদ্ধা সংসদ মোড় ও জামালপুর-সরিষাবাড়ী প্রধান সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। এতে এলাকায় সব ধরনের দোকান-পাট ও  যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩০-৩৫ রাউন্ড রাবার বুলেট ও সর্টগানের গুলি ছোড়ে। পুলিশ-শ্রমিক সংঘর্ষে পুলিশের এএসআই মাসুদ, কনস্টেবল নাজমুল, আমিনুল, হামিদ, সুমন ও শফিক আহত হয়। এছাড়া অন্তত ৩০ শ্রমিক ও পথচারি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত শ্রমিক তোজাম্মেল, সালাম, মামুন, আমিনুরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিক বিক্ষোভ চলছিল। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1