সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আগৈলঝাড়ায় গণধর্ষণের শিকার উজিরপুরের তরুণী : আপোস মিমাংসার চেস্টা : দু’ উপজেলায় ব্যাপক চাঞ্চল্য

প্রকাশিত: ১১:২৬ এএম, এপ্রিল ১৭, ২০১৪
অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক তরুণী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত উপজেলা পয়সারহাট এলাকার নির্জন স্থানে নিয়ে ওই তরুণীকে পালাক্রমে গণধর্ষণ করা হয় বলে ওই এলাকাসূত্রে জানা গেছে। এঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা ওই তরুণীকে নিজবাড়ি পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামে পৌঁছে দেয়। ওই রাতে ধর্ষকরা তরুণীর বাড়িতে গিয়ে হুমকি প্রদর্শন করে একটি সাদাকাগজে লিখিত নিয়ে আসে বলে বিভিন্নসূত্রে জানা গেছে। বিষয়টি পয়সারহাটসহ দু’ উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে পুলিশ প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলে পুলিশ সুপারের হস্তক্ষেপে গতকাল সন্ধ্যার পর তদন্তে নামে আগৈলঝাড়া থানা পুলিশ। তবে ধর্ষিতা ওই তরুণী সন্ধ্যার পর উজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, যা হবার তা হয়ে গেছে। আমরা গরীব মানুষ। আমরা নতুন করে আর কোন ঝামেলায় জড়াতে চাইনা। নির্ভরশীল একাধিকসূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উজিরপুর উপজেলার পটিবাড়ি গ্রামের ওই তরুণী তার প্রেমিকের সাথে দেখা করার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে আগৈলঝাড়ার পয়সারহাটের উদ্যেশ্যে রওয়ানা হয়। সকাল সাড়ে ৯টার দিকে সে পয়সারহাট ব্রিজের কাছে পৌঁছে। এসময় পূর্ব থেকে অবস্থান করা তার প্রেমিকের সাথে আলাপচারিতার একপর্যায়ে ৪-৫ জনের একটি চক্র ঘটনাস্থলে পৌঁছে তাদের ভয়ভীতি দেখানোর একপর্যায়ে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে দু’জনকে আলাদা করে পৃথকভাবে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় দূর্বৃত্তরা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে বেলা আড়াইটার সময় ছেড়ে দেয়। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে ধর্ষিতা ওই তরুণী পয়সারহাট বাসস্ট্যান্ড এসে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিষয়টি জানায়। এসময় ধর্ষক চক্রটি স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের মাধ্যমেই তরুণীকে তার বাড়িয়ে ফিরিয়ে দিয়ে আসে। রাতে ওই চক্রটি ধর্ষিতার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সাদাকাগজে লিখিত নেয় বলেও অভিযোগ উঠেছে। এব্যাপারে পয়সারহাট বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী সোহেল খন্দকার ও জুয়েলসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে গণধর্ষণের ঘটনার পর দু’ উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা হলেও স্থানীয় প্রভাবশালী নেতারা এবিষয়ে পুলিশকে ম্যানেজ করে বিষয়টি অন্যখাতে প্রবাহিত করতে উঠে পরে লেগেছে। তবে সন্ধ্যায় জেলা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে তাৎক্ষণিক ঘটনার তদন্ত করতে আগৈলঝাড়া থানা পুলিশকে নির্দেশ দেন। এরপরপরই থানা পুলিশ ও সাকের্ল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ বলেন, এবিষয়ে জানার পরপরই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। যেকোন মূল্যে সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে বলেও তিনি জানান। আগৈলঝাড়ায় গণধর্ষণের শিকার উজিরপুরের তরুণী : আপোস মিমাংসার চেস্টা : দু’ উপজেলায় ব্যাপক চাঞ্চল্য অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের এক তরুণী (১৬) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত উপজেলা পয়সারহাট এলাকার নির্জন স্থানে নিয়ে ওই তরুণীকে পালাক্রমে গণধর্ষণ করা হয় বলে ওই এলাকাসূত্রে জানা গেছে। এঘটনার পর স্থানীয় ব্যবসায়ীরা ওই তরুণীকে নিজবাড়ি পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামে পৌঁছে দেয়। ওই রাতে ধর্ষকরা তরুণীর বাড়িতে গিয়ে হুমকি প্রদর্শন করে একটি সাদাকাগজে লিখিত নিয়ে আসে বলে বিভিন্নসূত্রে জানা গেছে। বিষয়টি পয়সারহাটসহ দু’ উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে পুলিশ প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলে পুলিশ সুপারের হস্তক্ষেপে গতকাল সন্ধ্যার পর তদন্তে নামে আগৈলঝাড়া থানা পুলিশ। তবে ধর্ষিতা ওই তরুণী সন্ধ্যার পর উজিরপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার লিটনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিবেদককে বলেন, যা হবার তা হয়ে গেছে। আমরা গরীব মানুষ। আমরা নতুন করে আর কোন ঝামেলায় জড়াতে চাইনা। নির্ভরশীল একাধিকসূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে উজিরপুর উপজেলার পটিবাড়ি গ্রামের ওই তরুণী তার প্রেমিকের সাথে দেখা করার জন্য ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে আগৈলঝাড়ার পয়সারহাটের উদ্যেশ্যে রওয়ানা হয়। সকাল সাড়ে ৯টার দিকে সে পয়সারহাট ব্রিজের কাছে পৌঁছে। এসময় পূর্ব থেকে অবস্থান করা তার প্রেমিকের সাথে আলাপচারিতার একপর্যায়ে ৪-৫ জনের একটি চক্র ঘটনাস্থলে পৌঁছে তাদের ভয়ভীতি দেখানোর একপর্যায়ে তাদের বিভিন্ন অপবাদ দিয়ে দু’জনকে আলাদা করে পৃথকভাবে নির্জন স্থানে নিয়ে যায়। এসময় দূর্বৃত্তরা ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে বেলা আড়াইটার সময় ছেড়ে দেয়। তাদের কাছ থেকে ছাড়া পেয়ে ধর্ষিতা ওই তরুণী পয়সারহাট বাসস্ট্যান্ড এসে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিষয়টি জানায়। এসময় ধর্ষক চক্রটি স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতাদের ম্যানেজ করে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তাদের মাধ্যমেই তরুণীকে তার বাড়িয়ে ফিরিয়ে দিয়ে আসে। রাতে ওই চক্রটি ধর্ষিতার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে সাদাকাগজে লিখিত নেয় বলেও অভিযোগ উঠেছে। এব্যাপারে পয়সারহাট বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী সোহেল খন্দকার ও জুয়েলসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে গণধর্ষণের ঘটনার পর দু’ উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা হলেও স্থানীয় প্রভাবশালী নেতারা এবিষয়ে পুলিশকে ম্যানেজ করে বিষয়টি অন্যখাতে প্রবাহিত করতে উঠে পরে লেগেছে। তবে সন্ধ্যায় জেলা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনে তাৎক্ষণিক ঘটনার তদন্ত করতে আগৈলঝাড়া থানা পুলিশকে নির্দেশ দেন। এরপরপরই থানা পুলিশ ও সাকের্ল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ বলেন, এবিষয়ে জানার পরপরই তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। যেকোন মূল্যে সত্য ঘটনা উদ্ঘাটন করা হবে বলেও তিনি জানান।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1