সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন হলেও কাজে নেই

প্রকাশিত: ১১:১৮ এএম, এপ্রিল ১৭, ২০১৪
সোহেল রানা,প্রতিনিধি ধামরাই,ঢাকা : উপজেলার প্রাথমিক স্কুলের শিক্ষাদান ও সার্বিক উন্নয়নের জন্য সরকারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হলেও অধিকাংশ কমিটি নিষ্ক্রিয়। ফলে যে উদ্দেশ্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছিল তা কোনো কাজেই আসছে না। আর স্কুলশিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন, প্রতি মাসের শেষ সপ্তাহে কমিটির সভা হওয়ার নিয়ম থাকলেও মাসের পর মাস কোনো সভা হয় না। তবে প্রধান শিক্ষক সদস্যদের বাড়ি গিয়ে সভায় অংশগ্রহণ করছেন বলে সদস্যদের স্বাক্ষর নিয়ে আসেন। আবার কখনো সভা হলেও কোরাম পূর্ণ হয় না। কোরাম পূর্ণ দেখানোর জন্য অনুপস্থিত সদস্যদের বাড়ি গিয়ে স্বাক্ষর নিয়ে আসা হয়। সূত্র মতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১২ সালের ১৫ নভেম্বর এসএমসি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই নির্দেশনা অনুসারে কমিটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য সচিব হবেন। স্থানীয় সংসদ সদস্য মনোনীত একজন পুরুষ ও একজন মহিলা বিদ্যোৎসাহী সদস্য, একজন জমিদাতা সদস্য, নিকটস্থ মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের একজন শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্য থেকে নির্বাচিত দুজন পুরুষ ও দুজন মহিলা অভিভাবক সদস্য, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের একজন সদস্য এই কমিটির সদস্য হবেন। সবার ভোটে নির্বাচিত হবেন সভাপতি। বিদ্যালয়ের কার্যাবলি মনিটরিং, শিক্ষক-ছাত্রের উপস্থিতি, শিক্ষকদের কর্তব্যপরায়ণতা, পাঠদান তদারকি, শিক্ষার্থী ঝরেপড়া রোধ, বিদ্যালয় উন্নয়নের জন্য স্থানীয় জনগণের কাছ থেকে তহবিল সংগ্রহ, উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ, শতভাগ শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণসহ ৫০-এর অধিক কাজ করা কমিটির দায়িত্ব। কিন্তু এসব কোনো কাজেই অংশ নিতে আগ্রহী নন কমিটির সদস্যরা। কেন অংশ নিতে আগ্রহী নন, এমন প্রশ্নের জবাবে এক সদস্য বলেন, ‘কমিটির সদস্যরা সচেতন নন। আর্থিক কোনো সম্মানীও নেই। এ প্রতিষ্ঠানের সময় ব্যয়কে তারা অপচয় মনে করেন। এছাড়া এ কমিটি ঠিকমতো কাজ করছে কি না তাও মনিটরিং করছে না কেউ। সংশ্লিষ্টরা বলেন, কমিটি গঠনে সরকারের উদ্যোগ ভালো। কিন্তু এই কমিটিকে কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে কার্যকর পরিকল্পনা নেই। এ বিষয়ে উপজেলার হীরানদী কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নত আলী এ প্রতিনিধিকে জানান, নামে আছে স্কুল ব্যবস্থাপনা কমিটি। তার স্কুলের এসএমসির সভাপতি আওয়ামী লীগের অন্যতম সদস্য। এসএমসির সদস্যদের কাজে লাগানো যাচ্ছে না। তবে স্কুলে কোনো বরাদ্দ এলে তখন সক্রিয় হন সভাপতি ও সদস্যরা। কারণ এই বরাদ্দ থেকে আর্থিক সুবিধা নেয়া যায়।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1