সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে ৭৪ মণ জাটকা আটক

প্রকাশিত: ০৭:২৩ এএম, এপ্রিল ১৭, ২০১৪
মোঃ জাফর মিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের মেঘনা নদীর বকচর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ২টি ইঞ্জিন চালিত ট্রলার ও একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৪ মন জাটকা আটক করেছে কোস্টর্গাড  ও মৎস্য বিভাগ। এসময় জাটকা মাছ নিধন ও বাজারযাতের চেষ্টা করায় আনোয়ার হোসেন নামে একজন কে গ্রেফতার করা হয়েছে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, দক্ষিনাঞ্চল থেকে ঢাকাগামী নামের দু’টি ট্রলার ও একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩৩ টি ঝুড়ি বন্দী অবস্থায় জাটকা ইলিশ গুলো আটক করা হয়। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এদিকে গত  ১ ফেব্রুয়ারী থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1