সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষা সফর নিয়ে মন্ত্রণালয়ের নিদের্শনা জারি

প্রকাশিত: ১২:৩৭ পিএম, এপ্রিল ১৬, ২০১৪
একুশে সংবাদ : 'এখন থেকে কোনো শিক্ষার্থী বা দলকে কোনো ধরনের শিক্ষা সফর বা পরিদর্শনে যাবার আগে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি গ্রহণ করতে হবে' বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শিগগিরই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা জারি করা হবে বলেও জানান মন্ত্রী। আজ বুধবার দুপুরে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যন্সেলর প্রফেসর ড. এম সফিউল্লাহসহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন,  'সফরের স্থান সম্পর্কে ভালোভাবে জানা ও সফররত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সফর সম্পর্কে স্থানীয় প্রশাসনকে আগে থেকে জানাতে হবে।' শিক্ষামন্ত্রী সেন্টমার্টিনের দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুবরণ করা এবং ২ জন নিখোঁজ হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহত ও নিখোঁজ শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/১৬-০৪-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1