সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘র’-আইএসআই সংক্রান্ত খবরের ব্যাখ্যা চেয়েছে বিএনপি

প্রকাশিত: ১১:৪১ এএম, এপ্রিল ১৬, ২০১৪
fakhrulএকুশে সংবাদ : ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করা ভারতের নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীনের সদস্য জিয়াউর রহমান ওরফে ওয়াকাস নামে এক ব্যক্তিকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।’ এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেন, কীভাবে একটি দেশের গুপ্তচর বাংলাদেশে কাজ করছে? কীভাবে ভারতীয় গুপ্তচর সংস্থা এদেশ থেকে তাকে আটক করে নিয়ে গেছে। এ বিষয়ে দেশের মানুষ জানতে চায়। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। উল্লেখ, কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ওয়াকাস আইএসআইয়ের সহযোগিতায় দীর্ঘদিন বাংলাদেশে তার কার্যক্রম চালাচ্ছিল। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক রিপোর্টে এই দাবি করা হয়। রিপোর্টে বলা হয়, ওয়াকাস ঢাকায় অবস্থান করছে এই তথ্য দীর্ঘদিন ধরেই ভারতীয় গোয়েন্দাদের কাছে ছিল।তবে তার সঠিক অবস্থান তারা নির্ণয় করতে পারছিল না।এজন্য তাকে বাংলাদেশ ত্যাগের জন্য আইএসআই পাসপোর্ট বানিয়ে দেয়। তবে তাতে ছোট্ট একটি ভুলের কারণে ঢাকা বিমানবন্দরে ধরা পড়ে যায় ওয়াকাস। ঢাকা থেকে নেপাল হয়ে তার পাকিস্তান যাবার কথা ছিল। রিপোর্টে আরো বলা হয়, ওয়াকাস ঢাকা ত্যাগ করতে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেসন কর্মকর্তারা দেখতে পান তার পাসপোর্টে বিমানবন্দরে প্রবেশের সিল নেই। সঙ্গে সঙ্গে তাকে সেখানে আটক করা হয়। কিন্তু ঠিক কারা কিভাবে ওয়াকাসকে আটক করেছে বা তাকে কিভাবে ভারতীয় গুপ্তচর সংস্থা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তা জানানো হয়নি। শুধু বলা হয়েছে যে, ঢাকা বিমানবন্দরে ছয় ফুট উচ্চতার মানুষটিকে আটক হতে দেখে ‘র’ এর এজেন্টরা তৎপর হয়ে ওঠেন। এরপর গুপ্তচরবৃত্তির কৌশলী খেলায় কোনো ধরনের চিহ্ন না রেখে ওয়াকাসকে ভারতে নিয়ে যায় ‘র’ এজেন্টরা। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তাদের লক্ষ্য বিরোধী দলকে নির্মূল করা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে খুন, গুম, হত্যা বেড়ে যায়। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক উল্লেখ করে তিনি বলেন, জিয়ার হাত ধরেই আওয়ামী লীগ আবার রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, কাঁদা ছুড়বেন না। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে সাধারন সম্পাদক শরফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু উপস্থিত ছিলেন। একুশে সংবাদ ডটকম/এমকেএইচ/১৬-০৪-০১৪:

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1