সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নীলফামারীতে মরিচসহ জমিতে সবজি উৎপাদন করছেন নারী শ্রমিকরা

প্রকাশিত: ০৬:৩৬ এএম, এপ্রিল ১৬, ২০১৪
একুশে সংবাদ : নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চৌকিদার পাড়ায় নারী কৃষকরা ধান, মাছ আর সবজি চাষে সাফল্য দেখিয়েছেন। কৃষি অফিস এবং কেয়ার সাম্য প্রকল্পের সহায়তায় আধুনিক কলা কৌশল কাজের আগ্রহ, কৃষিতে সক্রিয় ভুমিকা, অংশিদারিত্বের কারণে ভাল ফলন পাচ্ছেন তারা। এলাকার হত দরিদ্র নারীরা যৌথ উদ্যোগে রাস্তায় সবজি চাষ, কম্পোস্ট সার তৈরি, মজুরী আদায় এবং শিক্ষণ প্লটের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে মরিচ, আলু এবং সম্মিলিতভাবে ধান, মাছ ও ক্ষেতের আইলে সবজি চাষ করছে নারীরা। রামনগর ইউনিয়নের ৯টি একতা দলের ৯৭জন নারী কৃষক আলু ও ৬৭জন নারী মরিচ চাষে জড়িত রয়েছেন। তারা যৌথভাবে কালেকশন পয়েন্টের মাধ্যমে বাজারে উৎপাদিত ফসল বাজারজাত করছেন। একতা দলের ইসমত আরা, হাসনা বেগম জানান, সাম্য প্রকল্পের এ্যাকশন রিসার্সচার আরজুমান আরার প্রত্যক্ষ তত্বাবধানে আমরা ধান, মরিচ আর আইলে সবজি চাষ শুরু করে সফলতা পাচ্ছি। তার সহযোগীতায় ইউনিয়নের ১৮জন সফল কৃষি উপকরণ ব্যবসায়ী তৈরি হওয়ায় নারী কৃষক তথা কৃষকদের কৃষি উপকরণ হাতের নাগালে এবং সহজলভ্য হয়েছে। নারী কৃষকরা জানান, সাম্য প্রকল্পের কারণে রামনগর এবং লক্ষ্মীচাপ ইউনিয়নে নারী শ্রমিকদের মজুরী নির্ধারণ বিষয়ক সচেতনতা সৃষ্টি হওয়ায় ইউনিয়ন দুটিতে নারী শ্রমিকরা এখন আগের চেয়ে বেশি মজুরী পাচ্ছেন। আরজুমান আরার নেতৃত্বে রামনগর ইউনিয়নের বাবুপাড়ার ললিতা রানী চলতি বছরের নারী দিবসে জয়ীতা হিসেবে নির্বাচিত হন। কেয়ারের সাম্য প্রকল্পের এ্যাকশন রিসার্সচার আরজুমান আরা জানান, নারী কৃষকদের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করায় বিভিন্ন দপ্তরের সাথে নেটওয়ার্কিং এর মাধ্যমে সুযোগ তৈরি হয়। নারীরা এখন নিজেরাই উৎপাদন পদ্ধতি এবং উৎপাদিত ফসলাদি বাজারজাত করতে পারছেন। একুশে সংবাদ ডটকম/এমপি/১৬-০৪-১৪ৃ

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1