সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেদখল হয়ে যাচ্ছে গৃহায়ন কর্তৃপক্ষের সম্পত্তি

প্রকাশিত: ০৬:০৯ এএম, এপ্রিল ১৬, ২০১৪
একুশে সংবাদ : রাজধানীসহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) নিজস্ব সম্পত্তি রয়েছে ৪ হাজার ১৭২ একর। দীর্ঘদিন অব্যহৃত অবস্থায় পড়ে থাকার কারণে অনেক সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। প্রাইমনিউজ.কম.বিডি’র অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতার পর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ) দেশের বিভিন্ন অঞ্চলে জমি অধিগ্রহণ করে। সম্প্রতি এসব জমি পরিমাপ করে উন্নয়নের মাধ্যমে দেশে বিদ্যমান আবাসন সমস্যার সমাধানে ভূমিকা রাখার উদ্যোগ নেয় এনএইচএ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে রাজধানীর মিরপুর গৃহসংস্থান বিভাগের আওতায় মিরপুর হাউজিং এস্টেট, রুপনগর হাউজিং এস্টেট, সম্প্রসারিত রূপনগর হাউজিং ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ২৬০০ বাস্তুহারা পূর্ণবাসন প্রকল্পের আওতায় এনএইচএ বরাদ্দ দিয়েছে ৩ হাজার ৫৩৮ একর জমি। এসব প্রকল্পে ৪ হাজার ১৪৬ টি আবাসিক ও ২৪৮০ টি পূণর্বাসন প্লট, ৪০৬ টি বাণিজ্যিক ও ৩১৮ টি শিল্প প্লট, ১২১ টি প্রাতিষ্ঠানিক প্লট, ৮ হাজার ১০৪ টি নিউক্লিওয়াস বাড়ি, ৪ হাজার ৮৩৫ টি আধাপাঁকা টিনশেড বাড়ি, ১৯২ টি ভাড়াভিত্তিক অ্যাপার্টমেন্ট ও ৩৮০ টি অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে। লালমাটিয়া হাউজিং এস্টেটের জমি রয়েছে ৫৪৩ দশমিক ৪৫ একর। এর মধ্যে আবাসিক প্লট ৫৬০ টি, বাণিজ্যিক প্লট ০৩ টি, প্রাতিষ্ঠানিক প্লট ১২টি, সুপার মার্কেট ৪টি, ভাড়া ভিত্তিক ফ্ল্যাট ১১৪ টি । মোহাম্মদপুর হাউজিং এস্টেটের মোট জমির হিসাব পাওয়া যায়নি। কিন্তু এখানে ১ হাজার ৯৫৩ টি আবাসিক প্লট, ২১ টি বাণিজ্যিক, ১৩ টি শিল্প, ৩৫৮ টি প্রাতিষ্ঠানিক প্লট রয়েছে। গাজীপুরের টঙ্গীতে দত্তপাড়া হাউজিং এস্টেটের ৩০ একর জায়গায় শুধু আধাপাঁকা টিনশেড ঘর রয়েছে ১ হাজার ১৬ টি। টাঙ্গাইল হাউজিং এস্টেটের রয়েছে ৩০ দশমিক ১৮ একর জমি। এর মধ্যে ২৩১ টি আবাসিক প্লট বরাদ্দকৃত রয়েছে, আর আধাপাঁকা টিনশেড বাড়ি রয়েছে ২০টি। এছাড়া ঢাকা জেলার দোহারেও বিশাল সম্পত্তি রয়েছে এনএইচএ’র। তবে কী পরিমাণ সম্পত্তি রয়েছে এবং সম্পত্তির বর্তমান অবস্থা কী তা জানা যায়নি। তবে এ জায়গার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) চেয়ারম্যান শহিদুল্লাহ খন্দকার প্রাইমনিউজ.কম.বিডিকে জানান, সারা দেশেই কর্তৃপক্ষের নিজস্ব সম্পত্তি রয়েছে। এসব জমির সঠিক পরিমাপ করে আবাসিক বা বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার একর সম্পত্তি সঠিক ব্যবহার করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার চালিয়ে চলছে বলে জানান তিনি। একুশে সংবাদ ডটকম/এমপি/১৬-০৪-১৪ৃ

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1