সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছে ৬ লক্ষাধিক মানুষ

প্রকাশিত: ০৮:০৩ এএম, এপ্রিল ১৪, ২০১৪
nnnnnnnnnnnnnnএকুশে সংবাদ :  বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির বাহক পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়েছে ৬ লক্ষাধিক দেশি-বিদেশি নারী-পুরুষ। নববর্ষ ১৪২১ এর ভোর থেকে রাজধানীর ১২টি পয়েন্ট বর্ষবরণের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ সব মানুষ অংশ নিয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুম বিভাগ এই তথ্য দিয়েছে। রমনা পার্কে স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, রাজধানীর রমনা পার্ক, দোয়েল চত্বর, বকশি বাজার, হাইকোর্ট এলাকা, প্রেস ক্লাব, মৎস্য ভবন, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী ক্রসিং, পরিবাগ ও কাকরাইলসহ মোট ১২টি পয়েন্টে ৪০টি গেট দিয়ে দর্শণার্থীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছে। দেশের ইতিহাসে এবারই প্রথম পহেলা বৈশাখে ৪০টি ডিজিটাল পিপলস কাউন্টিং মেশিনের মাধ্যমে প্রবেশ করা মানুষের গণনা করা হচ্ছে। কন্ট্রোল রুম জানায়, অতিরিক্ত মানুষের চাপের কারণে কোথাও কোথাও পিপুল কাউন্টিং মেশিনসহ গেট খুলে দেওয়ার মানুষ প্রবেশ করানো হচ্ছে। মেশিনের মাধ্যমে মানুষের গণনা বিকাল ৫টা পর্যন্ত চলবে বলেও জানা গেছে। সোমবার সকাল ৬টা ২০ মিনিটে রমনা বটমূলে ছায়ানটের দলীয় সঙ্গীতের মাধ্যমে বৈশাখকে রবণ করে নেয়। পরে সকাল ৯টা ৫০ মিনিটে জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদের কর্মসুচি শেষ হয়। একইসঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন বর্ষকে বরণ করার জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একুশে সংবাদ ডটকম/এমপি/১৪-০৪-১৪

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1