সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন ৫ অক্টোবর

প্রকাশিত: ১০:১৯ এএম, সেপ্টেম্বর ২৭, ২০২০
একুশে সংবাদ : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে কূটনীতিক বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের পররারাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। জানা গেছে, আগামী ৩ অক্টোবর দিল্লি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন বিক্রম দোরাইস্বামী। এরপর ত্রিপুরা হয়ে আগামী ৫ অক্টোবর ঢাকায় পৌঁছাবেন তিনি। আগামি ৮ অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি মো আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করবেন। ১৯৯২ ব্যাচের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিক্রম দোরাইস্বামী সর্বশেষ অতিরিক্ত সচিব হিসেবে আন্তর্জাতিক সংগঠন ও সম্মেলন বিভাগের ইনচার্জ হিসেবে দায়িত্বপালন করেছেন। বিক্রম দোরাইস্বামী জন্ম ভারতের তামিলনাড়ুতে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে বিক্রম দোরাইস্বামীর বাবা বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মিত্রবাহিনীর পাশাপাশি থেকে তৎকালীন পশ্চিম পাকিস্তান সীমান্তে যুদ্ধ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে বিক্রম দোরাইস্বামী কিছু সময় সাংবাদিকতাও করেছেন। দিল্লী বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়েছেন তিনি। একুশে সংবাদ/এআরএম/ঢা/২৭/০৯/২০২০

বিভাগের আরো খবর