একুশে সংবাদ : শেরপুর সদর-১ আসনের জাতীয় সংসদের হুইপ ও শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার সকালে হুইপের ব্যক্তিগত চিকিৎসক ও তার বড় মেয়ে ডা. শারমিন রহমান অমি বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে ঢাকায় নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
ডা. শারমিন রহমান অমি বলেন, বাবাকে (হুইপকে) হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই। তিনি স্বাভাবিক আছেন। জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নেই। অক্সিজেন ৯৮-১০০।
হুইপ আতিক তার সুস্থতা কামনায় দেশ ও শেরপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।
একুশে সংবাদ/এআরএম/জা/২৬/০৯/২০২০