সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সৌদি টিকিটের দাবিতে কারওয়ান বাজারে প্রবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ১১:৪৬ এএম, সেপ্টেম্বর ২৬, ২০২০
একুশে সংবাদ : সৌদিয়া এয়ারলাইন্সের টিকিটের জন্য কারওয়ান বাজারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। সৌদি প্রবাসীদের অভিযোগ, টিকিটের জন্য টোকেন থাকলেও সিরিয়াল নম্বর অনেক পরে হওয়ায় অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় চাকরি হারানোর আশঙ্কা করছেন তারা। আজ ৮শ ৫১ থেকে ১৪শ নম্বর পর্যন্ত টোকেনধারীদের টিকিট দেয়া হচ্ছে। এদিকে, মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভোর থেকেই ভিড় করেছেন টিকিট প্রত্যাশীদের। তাদের অভিযোগ, কবে থেকে টিকিট দেয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। একুশে সংবাদ/এআরএম/কা/২৬/০৯/২০২০

বিভাগের আরো খবর