সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৪ ওভারে ৬ ‘বোল্ড’ ইতিহাস গড়লেন শাহীন শাহ আফ্রিদি

প্রকাশিত: ০৬:৪২ পিএম, সেপ্টেম্বর ২১, ২০২০
একুশে সংবাদ: একাই ৬ উইকেট টি-টোয়েন্টিতে, এক বিস্ময়ের খবরই বটে।৬ উইকেটই যদি পরিষ্কার বোল্ড। এও কি সম্ভব! ইতিহাসে এর আগে এমন কীর্তি ছিল না কোনো বোলারের। শাহীন শাহ আফ্রিদি সেই কীর্তি গড়ে দেখালেন। টি-টোয়েন্টি ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৬ উইকেটের সব কটিই ‘বোল্ড’ করেছেন পাকিস্তানের ২০ বছর বয়সী এই পেসার। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে এই রেকর্ড গড়েছেন তিনি। রোববার অবিশ্বাস্য বোলিংয়ে হ্যাম্পশায়ারকে মিডলসেক্সের বিপক্ষে জিতিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৬ উইকেট নেন পাকিস্তানি এই পেসার। এর মধ্যে আবার আছে টানা চার বলে চার উইকেট বা ডাবল হ্যাটট্রিক। পাকিস্তানের প্রথম ও সবমিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন শাহীন আফ্রিদি। সর্বপ্রথম ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল টি-টোয়েন্টিতে নিয়েছিলেন চার বলে চার উইকেট।এরপর বাংলাদেশের পেসার আলআমিন হোসেন, আফগান লেগস্পিনার রশিদ খান, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় পেসার অভিমান্যু মিঠুন এরাও কাজটি করেছেন। একুশে সংবাদ/তাশা/গো/২১/০৯/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1