একুশে সংবাদ : ছয় মাস ধরে বন্ধ থাকার পর দেশের সব সিনেমা হল খুলছে ১৬ অক্টোবর থেকে। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ে ডাকা এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘সিনেমা হল খোলার বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। আগস্ট মাসের শুরুর দিকে একবার বসেছিলাম। সেই বৈঠকে সিদ্ধান্ত ছিল ১৫ সেপ্টেম্বরের পর বৈঠক করে আমরা সিদ্ধান্ত নেব। সেই মর্মে আজ বিস্তারিত আলোচনা হয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘সিনেমা হল খুললে সেক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানতে হবে। ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে সিনেমা হল চালু হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কীভাবে আসন বিন্যাস হবে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। সেভাবেই আসন বিন্যাস করতে হবে।’
একুশে সংবাদ/এআরএম/জা/২১/০৯/২০২০