সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনা হবে : বিএসএফ ডিজি

প্রকাশিত: ১১:২৪ এএম, সেপ্টেম্বর ১৯, ২০২০
একুশে সংবাদ : সীমান্তে হত্যা বন্ধে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে। জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা।রাজধানীর বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের তৃতীয় দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) এ সব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে আমরা প্র‌তিশ্রু‌তিবদ্ধ। অপরাধীদের কোনো দেশ নেই, সীমান্তের দুপাশেই তাদের অবস্থান। ডিজি পর্যায়ের ৫০তম এ সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধসহ, মাদক, অবৈধ অস্ত্র ও মাববপাচার রোধে সিদ্ধান্ত হয়। এছাড়া ৮ জন বন্দিকে দ্রুত ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ভারত। সীমান্তে যে কোনো ইস্যুতে মানবাধিকারের বিষয়টি প্রাধান্য দেয়াতে দুই দেশ সম্মত হয়েছে। সীমান্তে যৌথ টহল এর ব্যাপারে বিজিবি-বিসিএফ সিদ্ধান্তে এসেছে। গত বৃহস্পতিবার (১৭ সেম্পেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। একুশে সংবাদ/এআরএম/না/১৯/০৯/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1