সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

গুলশানে বিএনপির মনোনয়ন প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

প্রকাশিত: ০৭:২৬ পিএম, সেপ্টেম্বর ১২, ২০২০
একুশে সংবাদ : গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে উপ-নির্বাচনের মনোয়ন প্রত্যাশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। একজনের মাথা ফেঁটে গেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ঘিরে সকাল থেকেই স্বাস্থ্যবিধি না মেনে সেখানে শোডাউন চলছিল। এদিন বেলা ১০টার দিকে হাজারও নেতাকর্মী নিয়ে মনোনয়ন ফরম জমা দিতে আসেন ঢাকা-১৮ আসনে মনোনয়ন প্রত্যাশী যুবদলের মহানগর উত্তরের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। এসময় তার সমর্থকরা নাইটিঙ্গেল, কাকরাইল মোড় থেকে মিছিল নিয়ে নয়া পল্টন কার্যালয়ের সামনে জড়ো হন। জাহাঙ্গীরের মতো মনোনয়ন প্রত্যাশী অন্যরাও ছোট-ছোট মিছিল নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। নেতাকর্মীদের মুখে মাস্ক থাকলেও তারা সামাজিক দূরত্ব মানছেন না। চার আসনের বিপরীতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২৯ জন। প্রত্যেকটি ফরম ১০ হাজার টাকায় ক্রয় করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা। শুক্রবার সেসব মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে গুলশান কার্যালয়ে। দলের স্থায়ী কমিটির সদস্যরা পার্লামেন্টারি বোর্ডের সদস্য হিসেবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন। তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ১৭ সেপ্টেম্বর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি। একুশে সংবাদ/এআরএম/ঢা/১২/০৯/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1