সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

১৯ বছরে ৮৪ হাতির মৃত্যু : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত: ১২:৪১ পিএম, আগস্ট ২৪, ২০২০
একুশে সংবাদ : গত ১৯ বছরে চট্টগ্রাম অঞ্চলে ৮৪ হাতি মারা যাওয়ার ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে রোববার (২৩ আগস্ট) একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। ইংরেজি দৈনিকটির ওই প্রতিবেদনে বলা হয়, ‘বন বিভাগের তথ্য মতে চট্টগ্রাম ফরেস্ট সার্কেলে (কক্সবাজার, বান্দরবানের অংশ, চট্টগ্রাম শহর এবং রাঙামাটি) গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। এর মধ্যে দুর্ঘটনায় ৩২টি, অসুস্থ হয়ে ২৯টি, বার্ধক্যজনিত জটিলতায় ২২টি, বিদ্যুতায়িত হয়ে ১৫টি এবং গুলিতে মারা যায় ৮টি।’ আইনজীবী বলেন, ‘২২টি হাতি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। তাই বাকি ৮৪টির বিষয়ে তদন্ত চাওয়া হয়েছে।’ একুশে সংবাদ/এআরএম/২৪/০৮/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1