সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে এক নির্যাতিত গৃহবধু ২১ দিনেও মামলা করতে পারেনি

প্রকাশিত: ০৬:০৬ পিএম, জুলাই ১৩, ২০২০
একুশে সংবাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহীন আক্তার নামে এক গৃহবধুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে নাইম হোসনে ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এ ঘটনার ২১ দিনেওে মামলা করতে পারেনি নির্যাতিতা গৃহবধু। মামলা করতে বাঁধা ও প্রাণ নাশের হুমকি ধমকিসহ অভিযুক্তের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে গৃহবধুর পরিবারের লোকজন। সোমবার (১৩জুলাই) দুপুরে গৃহবধু শাহিন এবং তার মা রৌশন আক্তার প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে। অভিযুক্ত বখাটে নাইম উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর বেপারী বাড়ির আঃ রহিমের ছেলে।ক্ষতিগ্রস্থরা আইনের আশ্রয় নিতে যেন না পারে সে জন্য গৃহবধুর বাড়ির সামনে সন্ত্রাসী পাহারায় বসিয়েছেে বলওে নাইমের বিরুদ্ধে অভিযোগ। সুত্রে জানা যায়, করপাড়া ইউপির সাবেক মহিলা মেম্বার রৌশণ আক্তারের লক্ষ্মীপুর আদালতে জিআর ১৮২/১৯ মামলা বিচারাধীন। উক্ত মামলা প্রত্যাহার করতে বখাটে নাইম হোসেনসহ অন্যান্য আসামী ও তাদরে স্বজনরা মহিলা মেম্বার ও তার মেয়ে গৃহবধু শাহীনকে নানা ভয়ভীতি অব্যাহত রেখেছে। এক র্পযায়ে গৃহবধু শাহীন আক্তার হুমকী-ধমকীর প্রতিবাদ করে মামলা তুলবে না বলে জানিয়ে দেয়। এতে ক্ষীপ্ত হয়ে বখাটে নাইম হোসেন তার সাংঙ্গপাঙ্গদের নিয়ে জনসম্মুখে গৃহবধু শাহিন আক্তারের উপর হামলা চালিয়ে নির্যাতন করে। এসময় বেদম মারধর করে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। এক র্পযায়ে স্থানীয় লোকজন এগয়িে আসলে নাইম ও তার লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধু শাহীনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে স্বজনেরা তাকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। গৃহবধু শাহিন আক্তার অভিযোগ করে বলেন, আসামীরা মামলা প্রত্যাহার করতে দিন-রাত আমার মাকে হুমকি-ধমকি দেয়। জীবন রর্ক্ষাথে মা আমার বাড়িতে আশ্রয় নেয়। ২৩ জুন নাইম সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এঘটনায় মামলা করলে প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে নাঈম ও তার লোকজন। গৃহবধুর মা মামলার বাদি রৌশন আক্তার বলেন, নাইম এলাকার মাদক ব্যবসার সাথে জড়িত। তার ভয়ে এলাকায় কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তিনি। মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এমদাদুল হক এমদাদ বলেনে এ নিয়ে পুলিশ ফাঁড়িতে কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একুশে সংবাদ/ জহির উদ্দিন/১৩/০৭/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1