সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

৫০ শতাংশ বাড়িভাড়া নেয়ার দাবিতে প্রেসক্লাবে মানববন্ধণ

প্রকাশিত: ০১:২৫ পিএম, জুলাই ১৩, ২০২০
একুশে সংবাদ: করোনা পরিস্থিতিতে অসহায়ত্বের মধ্য দিয়ে জীবনযাপন করছে সাধারণ মানুষ। এই অবস্থায় অনেকেরই চাকরি নেই, নেই আয়ের সুযোগ। তাই জুলাই মাস থেকে ৫০ শতাংশ ভাড়া নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ নামক একটি সংগঠন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করে বাড়ি মালিকদের কিছুটা মানবিক হওয়া উচিত। সারাবছর ভাড়াটিয়ারা ঠিকমতোই ভাড়া দিয়ে এসেছে। কিন্তু এই মহমারির সময়ে ভাড়াটিয়ারা অসহায়ত্বের মধ্য দিয়ে জীবনযাপন করছে। এ অবস্থায় বাসা মালিকদের প্রতি দাবি জানিয়ে বলতে চাই, চলতি জুলাই মাস থেকে ৫০ শতাংশ ভাড়া নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান।’ এ ছাড়া গত এপ্রিল, মে এবং জুন এই তিন মাসের বাড়ি ভাড়া ও অন্যান্য ট্যাক্স মওকুফ করার দাবিও জানানো হয় মানববন্ধনে। বক্তারা আরও বলেন, ‘ঢাকা কলেজের শেষ বর্ষের ছাত্র সজিবসহ ৯ জন ছাত্র, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন ছাত্র বাড়িভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালারা মারধর করে বাড়ি থেকে তাদের জরুরি আসবাপত্র, ল্যাপটপ, কম্পিউটার, সার্টিফিকেট ভাঙচুর করে ডাস্টবিনে ফেলে দেন। সেই সঙ্গে ঢাকার বিভিন্ন জায়গায় ভাড়াটিয়ারা বাড়িভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালারা তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় দেয়া এক অমানবিক দৃষ্টান্ত। মানুষ কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে? এদের কঠোর শাস্তি হওয়া উচিত বলে আমরা মনে করি।’ বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদের সভাপতি এস এম আনিছুর রহমান খোকনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ করিম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানী, আয়োজক সংগঠনের সহ-সভাপতি নজরুল ইসলাম নাজু, তপন চন্দ্র সহ-সভাপতি, জয়বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ। একুশে সংবাদ/তাশা/গো/১৩/০৭/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1