সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মাত্র ৪০ শতাংশ শিক্ষার্থী নিয়ে খুলছে হার্ভার্ড ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১১:২২ এএম, জুলাই ৮, ২০২০
একুশে সংবাদ: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ক্যাম্পাসের দ্বার উন্মুক্ত করার কথা ভাবছে হার্ভার্ড এবং প্রিন্সটনের মতো মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। তবে প্রতিষ্ঠানের দ্বার খুললেও একসঙ্গে সকল শিক্ষার্থীদের আর ক্লাসরুমে ফেরা হবে না। সোমবার (৬ জুলাই) হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্নাতক স্তরে একমাত্র প্রথম বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে মোট ৪০ শতাংশ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার অনুমতি দেয়া হবে। প্রায় একই ঘোষণা দিয়েছে প্রিন্সটনও। একই সঙ্গে ১০ শতাংশ টিউশন-ফি মওকুফ করার ঘোষণাও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী দিনগুলোতে ক্যাম্পাসে যথাসম্ভব কম জনসমাগমের দিকেই নজর দিচ্ছে উচ্চ শিক্ষার এই প্রতিষ্ঠানগুলো। হার্ভার্ড জানিয়ে দিয়েছে, এবার থেকে সব কোর্সই অনলাইনে পড়ানো হবে। প্রিন্সটনও বেশিরভাগ পঠন-পাঠন অনলাইনে করাবে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ক্রিস্টোফার এল. ইসগ্রুবার বলেন, ‘যেমন তথ্য পাচ্ছি, তাতে আগামী বেশ কিছুদিন এই পদ্ধতিই অনুসরণ করে চলতে হবে আমাদের।’ ক্যাম্পাসে ফেরার পর প্রত্যেক শিক্ষার্থীর বাধ্যতামূলকভাবে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন দুই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। এ ছাড়াও সেমিস্টারজুড়ে বিশেষ নজর দেয়া হবে স্বাস্থ্য পরীক্ষার ওপর। শিক্ষার্থীসহ সকলে যাতে বিধি মেনে চলে সে জন্য ক্যাম্পাসে ফেরার পর সব শিক্ষার্থীদের দিয়ে ‘সোশ্যাল কনট্র্যাক্ট’-এ স্বাক্ষর করিয়ে নেয়া হবে বলেও জানিয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভেতরে সার্বক্ষণিক মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ জোর দেয়া হবে দূরত্ব বিধি মেনে চলার ওপরেও। এ দিকে হার্ভার্ড কর্তৃপক্ষও জানিয়েছে, ছাত্রাবাসের মধ্যেই কোয়ারেন্টাইনের জন্য আলাদা জায়গার ব্যবস্থা রাখছেন তারা। ইয়েল বিশ্ববিদ্যালয়ও জানিয়েছে, চলমান সেমিস্টারে প্রথম বর্ষ ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরানো হচ্ছে না। পরবর্তী সেমিস্টারে আবার প্রথম বর্ষদের বাদ রেখে ফেরানো হবে বাকিদের। একুশে সংবাদ/তাশা/গো/০৮/০৭/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1