সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সংসদের মুলতবি বৈঠক কাল

প্রকাশিত: ০১:৩২ পিএম, জুলাই ৭, ২০২০
একুশে সংবাদ: সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক আগামীকাল বুধবার (৮ জুলাই) আবার বসছে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। এর আগে গত ৩০ জুন চলমান অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় এই সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। এ জন্য দীর্ঘ এ মুলতবি। একের পর এক মন্ত্রী-এমপি করোনায় আক্রান্ত হওয়ায় এবার এমপিদের করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে জাতীয় সংসদ। সংসদের চলমান অধিবেশনের কার্যদিবসগুলোয় অংশ নেবেন এমন সদস্যকে নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে। এসব এমপি পর্যায়ক্রমে এই অধিবেশনে যোগ দেবেন। এর আগে সংসদে কর্মরতদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হলেও এমপিদের ব্যাপারে কোনো নির্দেশনা ছিল না। জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত ১৮ জন মন্ত্রী-এমপির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেই এখন সুস্থ। গত ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। কাল বুধবার এই অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে। একুশে সংবাদ/তাশা/গো/০৭/০৭/২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1