সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা শাহনূর

প্রকাশিত: ০৩:৪৯ পিএম, এপ্রিল ৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক:করোনাভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশে ঘরবন্দি অবস্থায় আছে মানুষ। নিত্যদিনের কাজে ব্যাঘাত ঘটায় অর্থনৈতিক বিপর্যয়ে পড়েছে অনেকে। শোবিজেও কাজ নেই। বন্ধ হয়ে গেছে শুটিংসহ আনুষঙ্গিক কাজ। এ সময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা শাহনূর। নিয়েছেন নানা উদ্যোগ। শাহনূর মগবাজার এলাকায় কয়েকজনের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বিভিন্ন সংগঠনের মাধ্যমে নিম্নআয়ের মানুষদের আর্থিক সহযোগিতা করছেন। শাহনূর এ প্রসঙ্গে বলেন, আমি দীর্ঘদিন ধরে সাধ্যমতো মানুষকে সহযোগিতা করে আসছি। করোনাভাইরাস প্রকোপে বাসায় বসে থাকলেও নিম্নআয়ের মানুষদের কাছে টাকা পাঠিয়ে সহায়তা করছি। যখন বুঝতে শিখেছি তখন থেকেই মানুষকে দান করতে ভালো লাগে। তিনি যোগ করে বলেন, গতকাল শিল্পী সমিতি থেকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী এসেছে। সেটি আমার পরিচিত একজন শিল্পীকে দিয়েছি। আজ নিজ হাতে আশে পাশের কয়েকজন নিম্ন আয়ের মানুষকে সাধ্যমতো সহায়তা করেছি। আমার বাসায় যেহেতু পর্যাপ্ত খাবার আছে, তাহলে কেন আমি আমার প্রতিবেশীকে দেব না? তা ছাড়া আমাদের দেশে যথেষ্ঠ খাবার আছে, মজুদ করে রাখার কিছু নেই। আমিও করিনি। খাবার ভাগাভাগি করে খাওয়ার শিক্ষা আমি পেয়েছি। শাহনূর মনে করেন দান করে দেখানো ঠিক নয়। তিনি বলেন, দান গ্রহীতার ছবি প্রকাশে আমি ইচ্ছুক নই। তবে আমার উদ্যোগ দেখে মানুষ যেন উৎসাহিত হয় সেজন্য আমি ছবি দিয়েছি। শাহনূর আরও জানান তার মা অসুস্থ বলে তিনি বাসার বাইরে বের হচ্ছেন না। বাসায়ই সময় দিচ্ছেন। ঘরের প্রয়োজনীয় কাজের পাশাপাশি নিজেকে সময় দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন সহসাই পরিস্থিতির উন্নতি হবে। প্রসঙ্গত, শাহনূরের ৬টি ছবির শুটিং চলমান ছিল। করোনাভাইরাসের প্রভাবে সেগুলোর শুটিং আপাতত স্থগিত আছে। এ ছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুটো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তার 'মৌ মাল্টিমিডিয়া'র ব্যানারে। একুশে সংবাদ:জিহা/০৮/০৪/২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1