সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়

প্রকাশিত: ০২:৪৫ পিএম, মার্চ ১৫, ২০২০

একুশে সংবাদ : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের।

আজ রবিবার সচিবালয়ে করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ বিষয়ে এক বৈঠক শেষে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের না, এ সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করবে।

শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর জীবাণুনাশক দিয়ে পরিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানান জাহিদ মালেক।

বৈঠকে সরকারের ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এস,ক.ক // ১৫.০৩.২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1