সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০৫:০৩ পিএম, ফেব্রুয়ারি ১৭, ২০২০

জহির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ‘সচেতন জনতার একতা, রুখে দিবে অনিয়ম দুর্নীতির ঘন ঘটা’ এ শ্লোগানে সড়ক সংস্কার কাজের অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করা হয়েছে। রবিবার সকালে দত্তপাড়া ইউনিয়নের ওই সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দারী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামছুদ্দিন সাজু, আব্দুল ওয়াহেদ মানিকসহ অনেকে।

বক্তারা বলেন, সদর উপজেলার মান্দারী-দত্তপাড়া সড়কের সাড়ে ৫ কিলোমিটার সড়কটির সংস্কার কাজে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

রিপন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পেয়ে সড়কটির সংস্কার কাজ শুরু করে। সড়কে নিম্নমানের ইট-খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

ফলে নির্ধারিত সময়ের আগেই সড়কটি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। এনিয়ে প্রতিবাদ করলে ঠিকাদার ও তার লোকজন এলাকাবাসীর সঙ্গে অসদাচরণ করেন বলেও জানান স্থানীয়রা। এদিকে এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করছেন স্থানীয়রা।

এস.জহির //১৭.০২.২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1