সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও ৩ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ১০:১৩ এএম, জানুয়ারি ১৯, ২০২০
একুশে সংবাদ : টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেওয়া আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। গত ১৮ জানুয়ারি রোজ শনিবার রাতে ২ জন এবং ওইদিন সকালে ১ জন মারা গেছেন। এই নিয়ে দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ৮ জন মুসল্লি এবং সড়ক দূর্ঘটনায় আরও ২ জন মুসল্লিসহ মোট ১০ জন মারা গেছেন। মৃতরা মুসল্লিরা হলেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খাদিমপুর এলাকার ফজলুল হক (৬৮) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার চাদপাড়া দূর্গাদাহ এলাকার শাহ আলম (৬৫) এবং নোয়াখালীর হাতিয়া থানার আজিমনগর এলাকার মৃত. মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন (৪০)। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে শহিদুল ইসলাম (৫০), রাতে কুমিল্লার দেবিদ্বার থানার ডিমলা এলাকার তমিজ উদ্দিন (৬৫), রাজশাহীর চারঘাট থানার বনকি এলাকার আব্দুর রাজ্জাক (৭০), ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানার তোল্লা এলাকার শাহজাহান (৬০), বরিশালের গৌরনদী থানার খালিশপুর এলাকার আলী আজগর (৫৫) ও নারায়গঞ্জের বন্দর থানার কলাবাগান এলাকার ওসমান গনি ইউসুফ (৫০)। গত শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদি থানার গুচিহাটা নূর ইসলাম (৫৫), রাতে কক্সবাজারের টেকনাফ থানা এলাকার অলি আহমদ (৭০) ও জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকার আব্দুল মোমিন (৫৫) মারা যান। রোববার (১২ জানুয়ারি) শেরপুরের ময়েজ আলীর ছেলে আব্দুল কাইয়ুম (৪০) শনিবার (১১ জানুয়ারি) রাতে টঙ্গীর কলেজগেট এলাকায় নেত্রকোনার পূর্বধলা থানার বিলজুরা এলাকার মাজহারুল ইসলাম (১৭) বাস চাপায় মারা যান। আজা ১৯ জানুয়ারি রোজ রবিবার সকাল ৮টা পর্যন্ত ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বে অংশ নেওয়া ২১ জন এবং ময়দানে যাওয়ার সময় সড় দূর্গটনায় আরও ৩ জনসহ মোট ২৪ জন মুসল্লি মারা গেছেন। আইসি/পআ/১৯/০১/২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1