সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্বের সবচেয়ে বড় ফুল দেখা মিলল ইন্দোনেশিয়ায়

প্রকাশিত: ০২:০৯ পিএম, জানুয়ারি ৪, ২০২০
একুশে সংবাদ: আমাদের পৃথিবীতে নানা রংঙের নানা আকৃতির ফুল দেখতে পাওয়া যায়। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়ায় দেখা মিলেছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের। সম্প্রতি ফোটা এ ফুলটির আকার ১১১ সেন্টিমিটার (৩.৬ ফুট)। বৃহদাকৃতির লাল রঙের সাদা ছোপ ছোপ দাগ যুক্ত ফুলটির নাম রাফলেসিয়া তুয়ান-মুদাই। এটি রাফলেসিয়া পরিবারভুক্ত একটি ফুল। বছর কয়েক আগে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রার জঙ্গলে ১০৭ সেন্টিমিটারের একই জাতের ফুলের দেখা মিলেছিল। সুমাত্রার আগাম কনজারভেশন সংস্থার আদে পুত্রা বলেছেন, এখন পর্যন্ত নজরে আসে সবগুলো রাফলেসিয়া তুয়ান-মুদাইয়ের মধ্যে এটিই সবচেয়ে বড়। এটি সপ্তাহ ধরে সতেজ থাকে এরপরই এটি শুকিয়ে পঁচে নষ্ট হয়ে যায়। ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্যার স্টামফোর্ড রাফালেসের নাম অনুসারে এ ফুলের নাম রাফলেসিয়া রাখা হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে এ জাতের ফুলের দেখা মিলে। একুশে সংবাদ//ব.প.ন//০৪.০১.২০২০

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1