সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জোরদার হয়েছে অভিযুক্তদের এনকাউন্টার, সমর্থন জয়া’র

প্রকাশিত: ০১:০৯ পিএম, ডিসেম্বর ৭, ২০১৯
একুশে সংবাদ : ধর্ষকদের পিটিয়ে মেরে ফেলা হোক এমন দাবিতেই সংসদে সরব হয়েছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। সেই সুরেই তেলেঙ্গানা পুলিশের ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের এনকাউন্টারে মেরে ফেলার ঘটনাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। ২৭ নভেম্বর বুধবার হায়দরাবাদের এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। ২৬ বছরের পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডীর আধপোড়া দেহাংশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই চার অভিযুক্তকে গ্রেফতার করে হায়দারাবাদ পুলিশ। মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০) নামে এই চারজনই ট্রাকের কর্মী। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুন, ৩৭৫ ধারায় ধর্ষণ ও ৩৬২ ঝারায় অপহরণের অভিযোগ আনা হয়। শুক্রবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হায়দরাবাদের ঘটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, “দের আয়ে দুরুস্ত আয়ে (কোনদিন না আসার চেয়ে দেরিতে আসা ভালো)”। পুলিশ জানিয়েছে, চার অভিযুক্ত মহম্মদ আরিফ (২৬), জল্লু শিবা (২০), জল্লু নবীন (২০) এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু (২০), এই চারজনই পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারপরই আত্মরক্ষার জন্য গুলি চালানো হয়। গত সপ্তাহে জয়া বচ্চন রীতিমত ক্ষুব্ধ হয়ে সংসদে হায়দরাবাদ ঘটনার উল্লেখ করে আওয়াজ তুলেছিলেন। সারা দেশ জুড়ে এই ঘটনার তীব্র প্রতিবাদের আঁচ তিনি তাঁর বক্তব্যের মাধ্যমে পৌঁছে দিয়েছিলেন পার্লামেন্টে, যা নিয়ে সরগরম হয়েছিল। তিনি আরও জানান, “আমি জানি না যে আমি এই জাতীয় অপরাধের পরে কতবার সংসদে দাঁড়িয়ে এই প্রসঙ্গে কথা বলেছি। আমার মনে হয় এখন সময় এসেছে। নির্ভয়া হোক, কাঠুয়া হোক বা তেলেঙ্গানা, জনগণ চায় এই বিষয়ে সরকার একটি যথাযথ এবং সুনির্দিষ্ট জবাব দিক”, রীতিমতো ক্ষুব্ধ জয়া বচ্চনকে এই কথা বলতে শোনা যায় রাজ্যসভার অধিবেশনে। এইচ//ক.ক//7/12/19

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1