সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের পদত্যাগ

প্রকাশিত: ০৫:৫৯ পিএম, নভেম্বর ১১, ২০১৯
একুশে সংবাদ :বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস রোববার পদত্যাগ করেছেন। বিতর্কিত নির্বাচন নিয়ে দেশটিতে গত তিন সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভ চলছিল। এ প্রেক্ষাপটে সেনাবাহিনী ও পুলিশ তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর তিনি পদত্যাগ করেন। টেলিভিশন ভাষণে মোরালেস বলেন, ‘আমি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এ ঘোষণার পর পরই রাজধানী লা পাজের রাস্তায় জনগণ উল্লাসে মেতে ওঠে। তারা আতশবাজি পুড়িয়ে এবং দেশটির লাল, হলুদ ও সবুজ পতাকা উড়িয়ে খবরটি উদযাপন করে। নির্বাচনে প্রধান বিরোধী প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা বলেন, ‘বলিভিয়ানরা বিশ্বকে একটি শিক্ষা দিল। আগামীকাল বলিভিয়া হবে একটি নতুন দেশ। এদিকে ধুম্রজালের কারণে, ২০ সদস্যের আইনপ্রণেতা ও সরকারি কর্মকর্তাদের একটি দল মেক্সিকান রাষ্ট্রদূতের বাসভবনে আশ্রয় নিয়েছে। মেক্সিকো ঘোষণা করেছে তারা মোরালেসকেও আশ্রয় দিতে পারে। এদিকে, রোববার পুলিশের ঘোষণায় বলা হয়েছে, তারা দেশটির নির্বাচনী আদালতের প্রধান মারিয়া ইগুইনাকে গ্রেফতার করেছে। বিরোধী পক্ষ এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল। মোরালেসের দীর্ঘদিনের মিত্র কিউবা, ভেনিজুয়েলা, ব্রাজিলের বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা ডা সিলভা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ একে ক্যু হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে। মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। তিনি ২০০৬ সালে দেশটির প্রেসিডেন্ট হন। পদত্যাগের ঘোষণাকালে তিনি বলেন, আমার অপরাধ আমি একজন আদিবাসী। একজন কোকো চাষী। তিনি আরো বলেন, জীবন এখানেই শেষ নয়, লড়াই চলতে থাকবে। সরকারপন্থী প্রতিবাদকারী যারা বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তাদের প্রসঙ্গ টেনে বলেন, আমি পদত্যাগ করছি যেন বিরোধীরা আমার ভাইদের লাথি মারতে না পারে। গত ২০ অক্টোবর অনুষ্ঠিত বির্তকিত নির্বাচনে মোরালেস খুব সামান্য ভোটের ব্যবধানে চতুর্থবারের মতো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। কিন্তু বিরোধীপক্ষ ভোট জালিয়াতির অভিযোত তুলে রাস্তায় নামে। এ সময়ে তিনজন নিহত ও শত শত লোক আহত হয়। এছাড়া দ্য অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস যাচাই বাছাই শেষে নির্বাচনে অনিয়ম হয়েছে রিপোর্ট প্রকাশ করে। এদিকে, মোরালেস পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে নির্বাচনের ডাক দেন। কিন্তু সশস্ত্র বাহিনীর কমান্ডার ও পুলিশ বিক্ষোভকারীদের দলে যোগ দিয়ে মোরালেসের পদত্যাগের দাবি জানায়। এস.ব.স // ১১.১১.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1