সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজবাড়ীতে প্রতি কেজি মিষ্টি কুমড়া ১৪ টাকা

প্রকাশিত: ০৭:৩৩ পিএম, নভেম্বর ৭, ২০১৯
একুশে সংবাদ: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে বিভিন্ন জেলা থেকে আড়াই থেকে তিনশ’ টন মিষ্টি কুমড়া আসে। যা জেলার চাহিদা মিটিয়ে ১২-১৫টি ট্রাকে করে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। তাই এখানে মিষ্টি কুমড়ার কেজি ১৪ টাকা। জানা যায়, ক্ষেতের অন্য সবজির সঙ্গে কম খরচে চাষ হয় কুমড়া। এ বছর ফলন ভালো হলেও মৌসুমের শুরুতে ২০-২৫ টাকা এবং বর্তমানে ১৪-১৯ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া আকারভেদে ৪ থেকে সাড়ে ৮শ’ টাকা মণ হিসেবে কুমড়া বিক্রি হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সুত্রে জানা যায়, গত বছরের খরিপ মৌসুমে ২৫০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছিল। আর এ বছর রবি মৌসুমে ৩৬৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে মিষ্টি কুমড়া। কৃষকরা জানান, তারা খরচের তুলনায় এ বছর দাম কম পাচ্ছেন, তবে ফলন মোটামুটি ভালোই হয়েছে। একুশে সংবাদ//জ.ন.র.ন//০৭.১১.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1