সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শীতের সবজি চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন কৃষকদের

প্রকাশিত: ০৭:২৩ পিএম, অক্টোবর ৩১, ২০১৯
একুশে সংবাদ: কয়েক দিন আগে বৃষ্টিতে আগাম শীতকালিন সবজি নষ্ট হওয়ায় ও ধানচাষে টানা কয়েক বছর লোকসান গুনে সিরাজগঞ্জের সলঙ্গাতে কৃষকরা এবার শীতের সবজিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। আর তাই এখন দম ফেলার যেন সময় নেই তাদের হাতে কোদাল ও নিড়ানি। কারো হাতে শাবল, কেউ বা আবার গরুর নাঙ্গল জোয়াল নিয়ে মাঠে যাচ্ছে। অনেকের পিঠের পিছনে কীটনাশক দেয়ার স্প্রে মেশিন। কখনও দল বেঁধে; আবার কখনও একাই সবজি ক্ষেতের পরিচর্যা করছে কৃষকেরা। সিংহভাগ কৃষকের দিন এখন ক্ষেতেই কেটে যাচ্ছে। অনেকে আবার টেলি বসিয়ে রাতও সেখানে যাপন করছে। এত কর্মযজ্ঞ কেবল বেঁচে থাকার তাগিদে। বাড়তি আয়ের আশায় কৃষকের পরিশ্রম ফলও দিয়েছে। চারদিকে সবজির সমারোহ। বাঁধাকপি, ফুলকপি, মুলা, করলা, লাল শাক, পালং শাক, শিম, টমেটো, বেগুন, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটি, ডাটা, চিচিঙা, পটল, আলু, ও কাঁচা মরিচগাছে ছেয়ে আছে বিস্তীর্ণ মাঠ। শীতকালীন এসব ফসলের অধিকাংশই কৃষক নিয়মিত বাজারজাত করছে। দামও পাচ্ছে বেশ ভালো। সিরাজগঞ্জের জেলার রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলাসহ সলঙ্গার আমশড়া, ধুবিল, মালতিনগর, সাতকুর্শি, ইছিদহ, তাড়াশের ঝুরঝুরি, লক্ষিপুর, সরাপুর, ভিকমপুর,চকঝুরঝুরি, উল্লাপারার রৌহদহ, চকনিহাল, আগরপুর, মাহমুদপুর, চৈত্রহাটি, জালসুকাসহ বিভিন্ন এলাকায় ঘুরে সবজি চাষিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। একুশে সংবাদ//আ.স.র.ন//৩১.১০.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1