সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হজ-ওমরাহ ব্যবস্থাপনায় আইন প্রণয়ন আবশ্যক: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০১:২২ পিএম, অক্টোবর ২৪, ২০১৯
একুশে সংবাদ : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার ধারাবাহিকতা রক্ষা করতে এবং হজ ব্যবস্থাপনাকে একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক কাঠামো দিতে হজ ব্যবস্থাপনা বিষয়ে একটি যথাযথ আইন থাকা আবশ্যক। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় একটি আইন প্রণয়ণের উদ্যোগ গ্রহণ করেছে। হজের পাশাপাশি এ আইনে ওমরাহ ব্যবস্থাপনার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। প্রতিমন্ত্রী বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ও ওমরাহ আইন -২০১৯ প্রণয়ন বিষয়ক পর্যালোচনা (বর্ধিত) সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, হজ ও ওমরাহ্ আইন হলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আরো বেশি সতর্কতার সাথে দায়িত্ব পালন করবেন। যাত্রীরা আরো বেশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে হজ ও ওমরাহ পালন করতে পারবেন। প্রতিমন্ত্রী এসময় আইন প্রণয়ন প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিদের আন্তরিকতা ও ধৈর্যের সাথে এ আইন প্রণয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আনিছুর রহমান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দপ্তর, সংস্থা এবং হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (হাব) -এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এস.পি.এই // ২৪.১০.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1