সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নব শালবন বিহার

প্রকাশিত: ০৫:০৯ পিএম, অক্টোবর ২৩, ২০১৯
একুশে সংবাদ: প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযােজন হলা কোটবাড়ি এলাকার নব শালবন বিহার। প্রায় আড়াই একর জায়গার উপর বিস্তৃত ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর এই নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিন - পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম “ শান্তি বিহার হিসেবে পরিচিত।২০১৪ সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ৬ টন ওজনের ৩০ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে। নব শালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সােনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলােয় চকচক করা এই মুর্তি অনেক দূর থেকেই যে কারাে নজরে পড়ে। মূর্তির পাশেই রয়েছে রাজকীয় ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে ৩ টি বড় ও ১ টি ছােট মটক।এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার , শালবন বিহার , এতিম খানা , লাইব্রেরী , জাদুঘর , সেমিনার ও আবাসিক হােস্টেল। কিভাবে যাবেন: নব শাল বিহারে যাওয়া জন্য প্রথমেই কুমিল্লা শহরে আসতে হবে। ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন ট্রেন বা বাসে করে। রেল পথে মহানগর গােধূলী , উপকূল এক্সপ্রেস , পাহারিকা এক্সপ্রেস ও তূর্ণা এর মতাে ট্রেনে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায়। সড়কপথে রয়েল কোচ , এশিয়া এয়ারকন , প্রিন্স , এশিয়া লাইন , তিষা এর মতাে নন এসি বা এসি বাসে ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন। অথবা চট্টমান বা ফেনিগামী যেকোনাে বাসে উঠলেও কুমিল্লা যাওয়া যাবে। বাস ভেদে ভাড়া পড়বে ১৭০ থেকে ৩০০ টাকা। বাস থেকে কুমিল্লার কোর্টবাড়ি স্ট্যান্ডে নেমে বাসষ্ট্যান্ড থেকে সি এন জি বা রিক্সায় করে নব শালবন বিহার যাওয়া যাবে। আবার কুমিল্লা শহরের জিরাে পয়েন্ট থেকে নব শালবন বিহার মাত্র ১৩ কিলো। জিরাে পযেন্টখেকে বাস বা সি এন জি দিয়ে কান্দিরপাড় সড়ক দিয়ে কুমিল্লা - কাের্টবাড়ি রাস্তা হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বামের রাস্তা দিয়ে এগােলেই নব শাল বনে পৌছে যাবেন। প্রবেশমূল্য ও সময়সীমা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খােলা থাকা নব শালবন বিহারে সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা । তবে সাথে DSLR ক্যামেরা থাকলে ৫০ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে ১০০ টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে। কোথায় থাকবেন: কুমিল্লায় রাত্রিযাপনের জন্য কান্দিরপাড় , শাসনগাছা ও ষ্টেশন রােডে বিভিন্ন মানের হােটেল রয়েছে। যেমন - হােটেল ভিক্টোবিয়া আবাসিক , আমানিয়া রেষ্ট হাউজ , হােটেল ড্রিমল্যান্ড , মাসুম রেস্ট হাউজ , হােটেল মেলােডি , হােটেল নূর , হােটেল সােনালি ইত্যাদি। একুশে সংবাদ//ভ.গ.ন//২৩.১০.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1