সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঈমানকে শক্তিশালী করতে হবে

প্রকাশিত: ০৭:১১ পিএম, অক্টোবর ৫, ২০১৯
একুশে সংবাদ: আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ-তায়ালা আমাদের এই পৃথিবীতে গাঠিয়েছেন শুধু মাত্র তারই এবাদত করার জন্য। তার হুকুম-আহকাম গুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য।আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাতে অবিচল থাকাই হলো ইসলামের চূড়ান্ত কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দীন এবং আমাকে রাসুল হিসেবে মেনে নিয়েছে, সে ঈমানের স্বাদ পেয়েছে।’ হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত।তিনি বলেন, ‘একদা আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম।এমন সময় এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন।তার পরিধেয় বস্ত্র ছিল ধবধবে সাদা এবং মাথার চুল কুচকুচে কালো।সফরের কোনো আলামতও তার মধ্যে দেখা যাচ্ছিল না এবং আমাদের মধ্যে কেউই তাকে চিনতে পারছিল না। অবশেষে তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন এবং নিজের দুই হাঁটু তাঁর দুই হাঁটুর সঙ্গে ঠেকিয়ে এবং নিজের দুই হাত তাঁর দুই ঊরুর ওপর রেখে বললেন, হে মুহাম্মাদ! আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন।আমাদের প্রিয় নবী তাকে বললেন, ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ আল্লাহর রসুল, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, রমজানে রোজা রাখবে এবং হ্বজে যাওয়ার সামর্থ্য থাকলে হ্বজ করবে।আগন্তুক বললেন, আপনি ঠিক বলেছেন। (ওমর বলেন), তার এ আচরণে আমরা বিস্মিত হলাম।তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নও করছেন আবার তাঁর জবাব সমর্থন করছেন! পুনরায় তিনি বললেন, আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন।তিনি বললেন, (ইমান এই যে) আল্লাহ, তাঁর ফেরেশতাকূল, তাঁর কিতাবসমুহ, তাঁর রাসুলগণ, আখেরাতের দিনের প্রতি এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি ঈমান আনা।আগন্তুক বললেন, আপনি সত্যিই বলেছেন। তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত কর যেন তুমি তাঁকে দেখছো।যদি তুমি তাঁকে নাও দেখতে পাও তবে (মনে কর যে,) তিনি তোমাকে দেখছেন।আগন্তুক পুনরায় বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন।তিনি বললেন, ক্রীতদাসীরা তাদের মনিবকে প্রসব করবে এবং তুমি নগ্নপদ ও নগ্নদেহ গরিব মেষ চালকদের সুউচ্চ দালানকোঠা নির্মাণ করতে এবং তা নিয়ে গর্ব করতে দেখবে।(ওমর বলেন,) অতঃপর আগন্তুক চলে গেলেন এবং আমি দীর্ঘক্ষণ সেখানে কাটালাম। অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর! তুমি কি জানো প্রশ্নকারী কে? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসুলই অধিক জানেন।তিনি বললেন, তিনি ছিলেন জিবরাইল (আ.)। তোমাদের দীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন।’ বুখারি, মুসলিম, মিশকাত (কিতাবুল ইমান)। একুশে সংবাদ//ব.প.ন//০৫.১০.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1