সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকায় ডেঙ্গুজ্বরে শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:৫৪ এএম, সেপ্টেম্বর ১৭, ২০১৯
একুশে সংবাদ : ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোনিয়া (৯) নামে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৬১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৬৩ ও ঢাকার বাইরে ৪৫৬ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২০৩ মৃত্যুর তথ্য এসেছে। যার মধ্যে ১০১ মৃত্যুর তথ্য পর্যালোচনা করে ৬০ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮১ হাজার ১৮৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ৭৮ হাজার ৪৩৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। যা মোট আক্রান্ত রোগীর ৯৭ ভাগ। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৫৪৬ জন ভর্তি আছেন। যাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৩ এবং অন্যান্য বিভাগের ১ হাজার ৫১৩ জন। এস.ই,ফ // ১৭.০৯.২৫০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1