সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এক কোটির বেশি নাগরিক ই-নামজারি সেবা পেয়েছেন:ভূমিমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৪ এএম, সেপ্টেম্বর ১৭, ২০১৯
একুশে সংবাদ :ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ২০১৯ এর ১ জুলাই থেকে সারা দেশে ই-নামজারি কার্যক্রম শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৪৮৫টি উপজেলা ভূমি অফিস ও সার্কেল অফিসে এবং ৩৬১৭ টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। ই-নামজারি কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে ১ কোটির অধিক নাগরিককে সেবা প্রদান করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় এবং এটুআই-এর যৌথ আয়োজনে আজ বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-নামজারির সক্ষমতা মূল্যায়নে গবেষণালব্ধ ফলাফল শীর্ষক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রতি বছর দেশে প্রায় ৪২ লাখ ভূমি রেজিস্ট্রেশন হয় এবং উত্তরাধিকার সূত্রে আরো ২০-২৫ লাখ নামজারির ক্ষেত্র সৃষ্টি হয়। কিন্তু মালিকানা হালনাগাদ হয় ৩০-৩৫ লাখ। প্রচলিত পদ্ধতিতে প্রায় ৩০ লাখ ভূমি হস্তান্তর নামজারি বা রেকর্ড হালনাগাদের বাইরে থেকে যায়। ই-নামজারির মাধ্যমে জনগণ সহজেই এখন সহজে, দ্রুততম সময়ে ও নির্ভুলভাবে অনলাইনে নামজারি করতে পারছেন। জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশের প্রকৃত লক্ষ্য পূরণে ভূমি মন্ত্রণালয় সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। মন্ত্রণালয়ের কর্মচারীদের কর্মকা-ের রেটিং সিস্টেম করা গেলে আরো ভালো সেবা দেওয়া যাবে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি’র এক গবেষক দল ই-নামজারি সেবা প্রদান বিষয়ে একটি গবেষণালব্ধ ফল তুলে ধরেন। গবেষকবৃন্দ তাঁদের গবেষণায় এপ্রিল ২০১৮ থেকে জুন ২০১৯ পর্যন্ত সময়ে ম্যানুয়াল পদ্ধতিতে নামজারি সেবা ও ই-নামজারি সেবা প্রদানের বিষয়ে ১৫৫টি উপজেলায় গবেষণা করেন। এর ফলাফলে দেখা গিয়েছে ই-নামজারির মাধ্যমে সেবা প্রদানে কর্মকর্তা-কর্মচারীদের ৪৫ দিনের ক্ষেত্রে ৩৬ শতাংশ এবং ২৮ দিনের ক্ষেত্রে ২০ শতাংশ সেবা প্রদানের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য প্রদান করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা ও এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মোঃ আবদুল মান্নান। এস.পি.এই // ১৭.০৯.২৫০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1