সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভালো মানুষ হওয়ার সাধনা করতে হবে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ১০:২৩ এএম, সেপ্টেম্বর ১৭, ২০১৯
একুশে সংবাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সকল মানুষই জীবনের কিছু সময় কিছু মানুষের কাছ থেকে ভালো মানুষের স্বীকৃতি পায়। কিন্তু সকল সময় সকল মানুষের কাছ থেকে ভালো মানুষের স্বীকৃতি পাওয়া জীবনব্যাপী কঠোর সাধনার ব্যাপার। ভালো থাকা এবং ভালো থাকতে সাহায্য করার এই সাধনা সকলের করা উচিত। মন্ত্রী গতকাল ঢাকা জেলা আইনজীবী সমিতির রাষ্ট্রপতি জিল্লুর রহমান মিলনায়তনে ঢাকা জেলা আইনজীবী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রথিতযশা আইনজীবী মরহুম এডভোকেট সরদার মোঃ সুরুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মরহুম এডভোকেট সরদার মোঃ সুরুজ্জামানের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি আজীবন সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের সেবায় জীবন অতিবাহিত করেছেন। সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান-সহ আইনজীবীদের কল্যাণে ঢাকা জেলা আইনজীবী কল্যাণ সমিতিও তিনি প্রতিষ্ঠা করে গেছেন। নীতিতে অটল, সদা বিনয়ী, জনদরদী এবং সুপরামর্শদাতা এডভোকেট সুরুজ্জামান সকলের কাছে ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন অনেক দিন। ঢাকা জেলার জিপি ফকির দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বিচারপতিগণ, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গাজী শাহ আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি, সাবেক সভাপতি মোঃ রেজাউর রহমান এবং ঢাকা বারের আইনজীবীগণ উপস্থিত ছিলেন। এস.পি.এই // ১৭.০৯.২৫০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1