সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অন্যায়-অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না:কাদের

প্রকাশিত: ০২:৪৫ পিএম, সেপ্টেম্বর ১৫, ২০১৯
একুশে সংবাদ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ,অন্যায়-অনিয়ম যেই করুক কাউকে ছাড় দেওয়া হবে না।বাংলাদেশে এই প্রথম ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য কোনো সংগঠনে এ ধরনের নজির নেই। আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে তিনি দায়িত্ব দিয়েছেন। আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, 'জাতীয় সম্মেলনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ প্রস্তুত। তবে কিছু জেলা, উপজেলা ও ইউনিয়ন সম্মেলন বাকি আছে। জাতীয় সম্মেলনের আগেই এ সম্মেলনগুলো সম্পন্ন করা হবে। এর আগে সেতুমন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এস.ই.ফ // ১৫.০৯.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1