সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ঘুরে আসুন পতেঙ্গা থেকে

প্রকাশিত: ০৫:৩২ পিএম, আগস্ট ৯, ২০১৯
একুশে সংবাদ : পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলাের মধ্যে অন্যতম । চট্টগ্রাম থেকে মাত্র ১৪ কিলােমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকতে সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই । এছাড়া এই সৈকতকে আরও আকর্ষণীয় করে তােলার জন্যে বেশ কিছু পরিকল্পণা বাস্তবায়িত হচ্ছে । ৫ কিলােমিটার দৈর্ঘ্যের পতেঙ্গা সৈকতকে আধুনিক ও বিশ্বমানের পর্যটন কেন্দ্র গড়ে তােলার লক্ষ্যে কাজ চলছে । ইতিমধ্যে সম্পন্ন হওয়া দৃষ্টিনন্দন সাজসজ্জা নজর কেড়েছে সবাইকে । কর্ণফুলী নদী ও সাগরের মােহনায় অবস্থিত পতেঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনােরম । বিশেষ করে বিকেল , সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভাল লাগবে । বন্দরের জন্যে অপেক্ষমান সারি সারি ছােট বড় জাহাজ এইখানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে । পতেঙ্গায় রয়েছে স্পীডবােটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানাের সুযােগ রয়েছে । সমুদ্র তীরে ঘুরে বেড়ানাের জন্যে আছে সী বাইক ও ঘােড়া । কেনাকাটার জন্যে আছে বার্মিজ মার্কেট । খাওয়া দাওয়ার জন্যে আছে হরেক রকম মজাদার স্ট্রিট ফুড। পতেঙ্গ যাওয়ার উপায় : পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতে হবে । চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সড়ক , রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায় । ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া , ইউনিক , টিআর ট্রাভেলস , গ্রিন লাইন , হানিফ এন্টারপ্রাইজ , শ্যামলী , সােহাগ , এস , আলম , মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনের এসি - নন এসি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় । শ্রেণী ভেদে বাসগুলাের প্রতি সীটের ভাড়া ৫০০ টাকা থেকে ১২০০ টাকার পর্যন্ত হয়ে থাকে । ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সােনার বাংলা , সুবর্ন এক্সপ্রেস , তুর্ণা - নিশীথা , মহানগর প্রভাতী / গােধুলী , চট্টগ্রাম মেইলে যাতায়াত করতে পারেন । চট্টগ্রাম থেকে পতেঙ্গা : চটগ্রাম জিরাে পয়েন্ট থেকে পতেঙ্গা ১৪ কিলােমিটার দক্ষিনে অবস্থিত । চট্টগ্রাম শহর নিজস্ব গাড়ি , সিএনজি বা লােকাল বাসে করে পতেঙ্গ যেতে পারবেন । চট্টগ্রাম শহর থেকে যেতে সময় লাগবে এক ঘন্টার মত । সিএনজি দিয়ে গেলে ভাড়া নিবে ২৫০ - ২৮০ টাকার মত । বাসে যেতে চাইলে বেশ কিছু জায়গা থেকে সী বীচ গামী বাস লােকাল পাওয়া যায় , তার মধ্যে নিউমার্কেট , রেল স্টেশন রােড , বহদ্দারহাট , লালখান বাজার মােড় , জিইসি মােড় এবং চক বাজার মােড় থেকে বাস পাবেন । চট্টগ্রাম রেল স্টেশনের সামনে থেকে যেতে চাইলে কিছুক্ষণ অপেক্ষা করলে ৬ নং বাস পাবেন । তবে জিজ্ঞেস করে নিবেন সী বীচ পর্যন্ত যাবে কিনা । যদি বাস ফ্রিপাের্ট বা কাঠগড় পর্যন্ত যায় তাহলেও যেতে পারেন । সেখানে থেকে নেমে ইজিবাইকে করে বীচে যেতে পারবেন । খাবেন কোথায় : পতেঙ্গা সী বিচেই স্ট্রিট ফুডের দোকান রয়েছে । সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায় । যেমন ভাজাপােড়া , পেয়াজু , কাঁকড়া ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন । এছাড়া ফুডকাোট গুলােতে ফাস্ট ফুড আইটেম পাবেন খাওয়ার জন্যে । যদি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে চান তবে চট্টগ্রাম শহরে এসে চলে যেতে পারেন হােটেল জামান - এ । আর মেজবানি খেতে চাইলে চলে যেতে পারেন চকবাজারে অবস্থিত মেজবান হাইলে আইয়ুন রেস্তোরায় । এছাড়াও চট্টগ্রাম শহরে ছড়িয়ে আছে বেশকিছু ভাল মানের রেস্টুরেন্ট পাওয়া যাবে। থাকবেন কোথায় : পতেঙ্গায় থাকার জন্যে তেমন ভাল জায়গা নেই । চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকগণ রাতে থাকার জন্যে চট্টগ্রাম শহরেই চলে আসে । সৈকতের কাছে ভালাে কোথাও থাকার জন্যে থাকতে পারেন বাটারফ্লাই পার্ক রিসাের্টে । এখানে থাকতে খরচ হবে চার হাজার থেকে সাত হাজার টাকা । এছাড়া কম খরচে পতেঙ্গার কাছে থাকতে হলে আপনাকে CEPZ এলাকায় কোন মাঝারি মানের হােটেলে থাকতে হবে । আর আপনি যদি চট্টগ্রাম চলে আসেন তাহলে এখানে বিভিন্ন মানের অনেক হােটেল পাবেন । আপনার পছন্দমত ও বাজেট অনুযায়ী কোন এক হােটেল একটু যাচাই করে নিশ্চিন্তে । রাত্রিযাপন করতে পারবেন । প্যারামাউন্ট রুম ভাড়া ৮০০ টাকাথেকে ১৮০০ টাকা পর্যন্ত । হােটেল অবকাশ রুম ভাড়া ১২০০ থেকে ২০০০ টাকা । হােটেল লর্ডস ইন , সি এন্ড বি জিইসি | মােড় , প্রতি রুম ভাড়া ২০০০ থেকে ৭০০০ টাকা পর্যন্ত । হােটেল এশিয়ান এসআর রুম ভাড়া ১৫০০ থেকে ৪০০০ টাকা । আগ্রাবাদ অবস্থিত হােটেল ল্যান্ডমার্ক এ রাত্রি যাপন করতে গেলে রুম প্রতি নূন্যতম ২৫০০ টাকা খরচ করতে হবে । আর হােটেল রেডিসন ব্ল - তে থাকতে গেলে এক রাতের জন্য গুনতে হবে ১৮০০০ টাকা । এন.ক.ক //০৯.০৮.১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1