সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভারতীয় চন্দ্রযানের যাত্রা শুরু আজ

প্রকাশিত: ০২:৫৩ পিএম, জুলাই ২২, ২০১৯
একুশে সংবাদ : চাঁদের পথে পাড়ি দিতে ভারতের চন্দ্রযান-২’র স্থগিত যাত্রা আজ দুপুর ২.৪৩ মিনিটে শুরু হবে। অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে ভারতের দ্বিতীয় নিজস্ব লুনার প্রোব চন্দ্রযান গত সপ্তাহে শেষ মুহূর্তে যান্ত্রিক গোলযোগে এর উৎক্ষেপণ স্থগিত করা হয়।খবর বাসস'র । রোববার সন্ধ্যা ৬.৪৩ মিনিট থেকে শুরু হয় কাউন্টডাউন। জিএসএলভি এম-৩ রকেটে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-২। ইসরো টুইটে জানিয়েছে মহাকাশ যানে ইউএইচ২৫ জ্বালানি ভরা সম্পন্ন হয়েছে। এর অন্যান্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ১ হাজার কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি চন্দ্রযান-২ চাঁদের দক্ষিণ মেরুর প্রান্তে নামবে সেপ্টেম্বরের ৬-৭ তারিখের মধ্যে। এটাই প্রথম মহাকাশযান যেটা চাঁদের পাথুরে অসমতল দক্ষিণপ্রান্তে সফট ল্যান্ডিং করবে বলে জানায় ইসরো। চন্দ্রযান-২’র সফল উৎক্ষেপণ ভারতকে আমেরিকা, রাশিয়া এবং চীনের পর চতুর্থ স্থানে বসাবে যেটা চাঁদে সফট ল্যান্ডিং করবে। চন্দ্রযানে আছে বিক্রম নামক ল্যান্ডার, প্রজ্ঞান নামক রোভার এবং একটি অর্বিটার। চাঁদের প্রায় অদেখা দক্ষিণ মেরু নিয়ে গবেষণা চালাবে চন্দ্রযান-২। শ্রীহরিকোটা থেকে কমপক্ষে সাড়ে ৭ হাজার মানুষ এই চন্দ্রযানের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করবে বলে হিন্দুস্তান টাইমসের খবরে একথা জানানো হয়। একুশে সংবাদ // এস.পি.এই // ২২.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1