সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রূপালী দ্বীপ মনপুরা

প্রকাশিত: ০১:২০ পিএম, জুলাই ১৮, ২০১৯
একুশে সংবাদ: বাংলাদেশের বৃহওম দ্বীপ ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলা ভূমি রূপালী দ্বীপ মনপুরা।চতুর্দিকে মেঘনা নদীবেষ্টিত সবুজ-শ্যামল ঘেরা মনপুরা।সুবিশাল নদী , চতুর্দিকে বেড়ীবাঁধ, ধানের ক্ষেত, বিশাল ম্যানগ্রোভ প্রজাতির গাছের বাগানে সমৃদ্ধ।মনপুরা উপজেলা দেশের মানুষের কাছে যেমন আকর্ষণীয় ও দর্শনীয় জায়গা তেমনি বিদেশিদের কাছেও। ভোলা জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। মনপুরা উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস। একসময় এ দ্বীপে পর্তুগীজদের আস্তানা ছিল।তারই নিদর্শন হিসেবে দেখতে পাওয়া যায় লম্বা লোমওয়ালা কুকুর।মনপুরার সবচেয়ে আকর্ষণীয় ম্যানগ্রোভ বাগান।ছোট বড় ১০টি চর ও বনবিভাগের প্রচেষ্টায় গড়ে উঠেছে সবুজের সমারোহ। এখানে বিশেষ বিশেষ কিছু খাবার লক্ষ্য করা যায়।শীতের হাঁস, মহিষের দুধের দধি, টাটকা ইলিশ, বড় কই, মাগুর, কোরাল, বোয়াল ও গলদা চিংড়ি।মেঘনা নদী থেকে ধরে আনা টাটকা ইলিশ ও চর থেকে আনা কাঁচা দুধের স্বাদই আলাদা। স্থানীয়দের মতে এখানকার খাটি দুধ খেয়ে ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলা দেখে মানুষের মন ভরে যেত।এজন্য এর নামকরণ করা হয় মনপুরা। ১৯৮৩ সালে মনপুরাকে উপজেলায় উন্নীত করা হয়।আয়তন ৩৭ হাজার ৩১৯ বর্গ মিটার। অনুন্নত যোগাযোগ ব্যবস্থাই মনপুরার প্রধান সমস্যা। যোগাযোগ ব্যবস্থাঃ মনপুরায় যাওয়ার জন্য ঢাকা সদরঘাট থেকে সরাসরি লঞ্চযোগে মনপুরা আসা যায়।সন্ধ্যায় লঞ্চে উঠে সকাল ১০টায় পৌছা যায় মনপুরায়।ঢাকার সদরঘাট থেকে টিপু-৫ / পানামা নামে একটি লঞ্চ ছেড়ে যায় সন্ধে সাড়ে ৫ টার সময়।এটি মনপুরা হয়ে হাতিয়ে যায়।মনপুরা পৌছাবে সকাল ৭ টার সময়। ভাড়া- ২০০ টাকা (ডেক), ৮০০/১৫০০ (কেবিন)। কোথায় থাকবেনঃ থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জেলা পরিষদের ডাক বাংলোয় স্বল্প মূল্যে থাকা যায়।ক্যাম্পিং করার জন্য আদর্শ জায়গা মনপুরা।আছে আদিগন্ত খোলা ভূমি।একটা ভালো জায়গা দেখে তাবু ফেলে নিন।ঐখানের স্থানীয়দের সাথে কথা বলে তাদের সাথে রান্নার আয়োজন করতে পারবেন।আর যাদের তাবু নেই তারা ঐখানের সাধারন মানের দুইটা হোটেল রয়েছে সেখানে থাকতে পারেন। হোটেল দ্বীপ -ভাড়া ৭০/১৪০ টাকা , প্রেস ক্লাব গেষ্ট হাউস ভাড়া ৫০ টাকা। একুশে সংবাদ//জ.ব.ন//১৭.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1