সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ছাত্র ও শিক্ষ্যকের মজার গল্প

প্রকাশিত: ০৪:৩২ পিএম, জুলাই ১৭, ২০১৯
একুশে সংবাদ: ক্লাশের দুষ্টু এক ছাত্র স্যারকে একটা প্রশ্ন করবে বলে দাড়িয়েছে, অতপরঃ যা ঘটলো - ছাত্র: স্যার একটা প্রশ্ন করতে পারি? স্যার: অবশ্যই, ছাত্র: আপনি একটা হাতিকে ফ্রীজ এ ঢুকাবেন কিভাবে? স্যার: আমি জানিনা ছাত্র: এইটাতো খুব সোজা, ফ্রীজ এর দরজা খুলে হাতিকে ফ্রীজে ঢুকিয়ে দিলেই হবে, আরেকটা প্রশ্ন আছে স্যার! স্যার: ঠিক আছে জিজ্ঞেস করো। ছাত্র: ফ্রীজে একটা গাধাকে কিভাবে ঢুকানো যায়? স্যার: এটাতো খুব সোজা, ফ্রীজ খুলে গাধাকে ঢুকিয়ে দিলেই হয়। ছাত্র: না স্যার, প্রথমে ফ্রিজ খুলে হাতিকে বের করে নিয়ে তারপর গাধাকে ঢুকিয়ে দিতে হবে। স্যার: ও হ্যা হ্যা ঠিক। ছাত্র: আমি আরেকটা প্রশ্ন করছি স্যার, যদি সব পশু সিংহের জন্মদিনের পার্টিতে যায় তার মধ্যে একজন নিখোঁজ থাকে সেটা কোনটা! স্যার: অবশ্যই সিংহ নিজে কারণ সে সব প্রাণীকে খেয়ে ফেলবে। ছাত্র: না স্যার, সেটা গাধা কারন গাধাটা এখনো ফ্রীজের ভিতরে রয়েছে। স্যার: তুমি কি আমার সাথে ফাজলেমি করছো? ছাত্র: না স্যার, শেষ প্রশ্ন। স্যার: ঠিক আছে। ছাত্র: একটা কুমিরভর্তি নদী পার হতে আপনি কি করবেন? স্যার: এমনিতে সম্ভব নয়, একটা নৌকা হলে পার হওয়া যেতে পারে। ছাত্র: না স্যার, আপনি খুব সহজে সাঁতার কেটে পার হতে পারবেন কারন কুমিরেরা তো সিংহের জন্মদিনের পার্টিতে! অত:পর স্যার বেহুশ! একুশে সংবাদ//ম.গ.ন//১৭.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1