সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এইচএসসি'র ফলাফল প্রধানমন্ত্রী কাছে হস্তান্তর

প্রকাশিত: ১১:৫৪ এএম, জুলাই ১৭, ২০১৯
একুশে সংবাদ : আজ সকালে এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেছেন। গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০১৯’র ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ বছর ১ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সারাদেশের ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি কারিগরি, এইচএসসি (ব্যবসায়ে প্রশাসন) এবং ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (ডিআইবিএস) পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডসহ ১০টি শিক্ষা বোর্ডের আওতায় এ বছর ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ শিক্ষার্থী অংশগ্রহণ করে ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন কৃতকার্য হয়। সম্মিলিত পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং এরমধ্যে ৪৭ হাজার ২৮৬ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। ৮টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৮২ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়। পরে ১০টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানগণ পৃথকভাবে প্রধানমন্ত্রী হাতে পরীক্ষার ফলাফল তুলে দেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানটি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসেইন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রী আজ বেলা সাড়ে ১২ টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েব সাইট এবং মোবাইল ফোনের মাধ্যমে এই ফলাফল জানতে পারবেন। একুশে সংবাদ // এস.ব,স // ১৭.০৭.২০১৯

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1